আমাদের মধ্যে এখন কোনো বিভেদ নেই: ডিপজল

নিশি রহমান | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৪:৫০

আমাদের মধ্যে এখন কোনো বিভেদ নেই

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো চলতি বছরের ২৮ জানুয়ারি। এই নির্বাচন নিয়ে গত ৯ মাস ধরেই চলছিল বিতর্ক। সাধারণ সম্পাদক পদের দাবিদার জায়েদ খান ও নিপুণের মধ্যে চলছিল মামলা। তবে সবশেষ আদালতের অভিমত অনুসারে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপান নিপুণ। তাই ইতোমধ্যে তিনি পুরোদমে তার দায়িত্ব পালন শুরু করেছেন।

শিল্পী সমিতির ভোটে জয়ের ৯ মাস পর নিজ পদের জন্য শপথ নিলেন চিত্রনায়িকা মৌসুমী। অন্যদিকে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে সমিতির সহ-সভাপতি রুবেল ও ডিপজল ফুল দিয়ে বরণ করে নিলেন।

গত শনিবার সমিতির কার্যকরী কমিটির মিটিং হয়। এ মিটিংয়ে মিশা-জায়েদ খানের প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণ করার জন্য চিঠি দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ও সমিতির সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল। এদিকে এই নির্বাচনের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হলেও এতদিন শপথ নেননি চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা আলীরাজ।গত রোববার সমিতির নিয়মিত মিটিংয়ে এসে শপথ গ্রহণ করেন তারা। তাদের শপথ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শিল্পী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমন  বলেন, মৌসুমী  আপু আজ শপথ নিয়েছেন। পাশাপাশি ডিপজল ভাই, রুবেল ভাইসহ নির্বাচিত প্রত্যেকেই শিল্পী সমিতিতে এসেছিলেন। তারা নিপুণকে বরন করে নিয়েছেন। আমাদের মধ্যে এখন আর কোনো বিভেদ নেই।

এদিন শিল্পী সমিতির মিটিংয়ে দুই প্যানেল থেকে নির্বাচিত প্রত্যেক সদস্যই নিজেদের মধ্যে বিভেদ ভুলে এক হয়েছিলেন। উপস্থিত ছিলেন নির্বাচিত কমিটির সাইমন, রিয়াজ, অঞ্জনা,  জয় চৌধুরী, কেয়া, নাদির খান , জাদু আজাদ, আরমান, জেসমিন, ও শাহনূরসহ অনেকেই।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top