সরানো হলো দেবের 'কমান্ডো'র টিজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ২১:০০

ছবি: সংগৃহীত

সমালোচনায় কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো কলকাতার সুপারস্টার দেব অভিনীত বাংলাদেশি ছবি 'কমান্ডো'র টিজার।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর বিতর্কের মুখে টিজারটি সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শামিম আহমেদ রনী ও প্রযোজক সেলিম খান।

এ প্রসঙ্গে প্রযোজক সেলিম খান ও পরিচালক শামিম আহমেদ রনী বলেন, ইসলামের অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবোও না। ইসলামকে অবমাননা করার মতো স্পর্ধা বা সাহস আমাদের নেই। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় আমি এবং আমার টিম ক্ষমা চাইছি। শিগগিরই নতুন টিজার প্রকাশ করা হবে।

প্রসঙ্গত,কমান্ডো'র টিজার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় উঠে। অনেকেই ছবিটিকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রয়াস বলে অভিমত ব্যক্ত করেছেন। পরে বিতর্কের মুখে পড়ে বাধ্য হয়ে ৩ দিনের মাথায় টিজারটি সরিয়ে নিলো কর্তৃপক্ষ।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top