শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পবিত্র ওমরাহ পালন করলেন অভিনেতা শাহরুখ খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২, ০৬:৩৮

পবিত্র ওমরাহ পালন করলেন অভিনেতা শাহরুখ খান

সৌদি আরবে ‘ডাঙ্কি’ সিনেমার শুটিং শেষ করে পবিত্র ওমরাহ পালন করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তার ওমরাহ পালনের বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, শাহরুখ খানের পরনে ইহরামের পোশাক। মুখে মাস্ক। তার সঙ্গে রয়েছে বেশ কজন নিরাপত্তারক্ষী। প্রিয় তারকাকে ওমরাহ পালন করতে দেখে অনেকে তার প্রশংসা করছেন। কমেন্টে একজন লিখেছেন, ‘এই দৃশ্য দেখে আমি আবেগাপ্লুত পড়েছি। আল্লাহ ওনাকে আর ওনার পরিবারকে রক্ষা করুক।’

এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন—‘হজ করার ইচ্ছা আমার অবশ্যই আছে। আমার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে ওখানে যাওয়ার ইচ্ছে আছে।’ তবে এ যাত্রায় শাহরুখের সঙ্গে আরিয়ান বা সুহানা ছিলেন কি না তা অবশ্য জানা যায়নি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top