এবার বিনোদন দিতে চান আয়ুষ্মান খুরানা
নিশি রহমান | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
আয়ুষ্মান খুরানার ছবি মানেই সামাজিক বার্তা। সমাজের বর্জিত বিষয় তাঁর ছবিতে সচরাচর প্রাধান্য পায়। সোজা কথায় বলা যায়, সমাজের এক বিশেষ শ্রেণির তিনি অভিনেতা। তাঁর ছবির দর্শক মাল্টিপ্লেক্সে বেশি। তবে এসব তকমা এখন ঘোচাতে মরিয়া আয়ুষ্মান। তিনিও হয়ে উঠতে চান সব মানুষের তারকা। তাই এবার নিজের চিরাচরিত ইমেজ ভেঙেচুরে আদ্যোপান্ত বিনোদনমূলক এক ছবি নিয়ে হাজির এই বলিউড তারকা। গত শুক্রবার মুক্তি পেয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’। ছবিতে ভরপুর অ্যাকশন করেছেন তিনি।
আলাপচারিতার শুরুতেই উঠে আসে তাঁর নতুন ছবির কথা। এ ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, ‘এক দশক পার হয়ে গেল অ্যাকশন হিরো হতে। তবে সে জন্য সবচেয়ে জরুরি ছিল সঠিক চিত্রনাট্য। সেই হিসেবে এই চিত্রনাট্যটা একদম যথাযথ।’
তিনি আরও বলেন, ‘আমার এই ছবির চিত্রনাট্য পুরোপুরি আজকের প্রজন্মের জন্য। আজকাল আশপাশে যা ঘটছে, তা ছবিতে দেখানো হয়েছে। আমি সব সময় অন্য রকম চিত্রনাট্যের সন্ধানে থাকি। তবে এখন দর্শকের রুচিকে মাথায় রাখছি। বিশেষ করে মহামারির দুই বছরে আমি অনেক কিছু শিখেছি। তাই এখন বিনোদনমূলক ছবির দিকে বেশি করে ঝুঁকছি। মহামারির পর আমার পছন্দ করা প্রথম ছবি এটা। আশা করি দর্শকের পছন্দ হবে।’
তিনি বলেন, ‘এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় শুধু মাথায় ছিল, সামাজিক বার্তা থাকবে—এমন ছবি থেকে নিজেকে দূরে রাখব, আমাকে শুধু পপকর্ন বিনোদন দিতে হবে। একটা ছবিতে ভারী সংলাপ, অ্যাকশন, কমেডি, থ্রিলারসহ বিনোদনের সবকিছু থাকা প্রয়োজন। আমি শুধু একটা ভালো বাণিজ্যিক ছবি দিতে চেয়েছিলাম। এখন এই ছবিটা আসছে। এরপর আসবে ‘ড্রিম গার্ল টু’। এ ছবিটা তো পুরোপুরি সিঙ্গেল স্ক্রিনের জন্য। আমার আগামী তিন ছবিতে কোনো বার্তা নেই, শুধু বিনোদন আছে।’
বিষয়: চিত্রনাট্য তারকা বলিউড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।