তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে মিথিলার 'মায়া'
নিশি রহমান | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০৭:০৩
ভারতের হায়দরাবাদে শুরু হয়েছে ‘পঞ্চম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’। উৎসবে আজ প্রদর্শিত হবে রাফিয়াদ রশিদ মিথিলা অভিনীত কলকাতার ছবি ‘মায়া’। এরই মধ্যে উৎসবে যোগ দিতে হায়দরাবাদ পৌঁছে গেছেন মিথিলা।
হায়দরাবাদে চলচ্চিত্রবোদ্ধা আর দর্শকের সঙ্গে ছবি দেখার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন মিথিলা। ছবিটি অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সেখানে চলচ্চিত্রবোদ্ধা আর দর্শকের সঙ্গে ছবি দেখার অপেক্ষায় আছেন বলে তিনি জানিয়েছেন। ছবিটি অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন। 'মায়া' ছবিটি উইলিয়াম শেকসপিয়রের কালজয়ী নাটক 'ম্যাকবেথ' অবলম্বনে নির্মিত। এটি পরিচালনা করেছেন রাজর্ষি দে।
ছবির কাহিনিতে দেখা যাবে নির্যাতনের শিকার সংখ্যালঘু এক নারীর ঘুরে দাঁড়ানো এবং পুরুষতন্ত্রের শিকল ছিঁড়ে অন্যদের বেরিয়ে আসার উৎসাহ জোগানো।
সিনেমায় মায়া চরিত্রে মিথিলাকে তিনটি বয়সে দেখা যাবে এবং চরিত্রটি বেশ শক্ত। ’মায়া’য় মিথিলাকে পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা কুমার।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।