কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকছে ‘হাওয়া’ সহ বাংলাদেশের তিন ছবি
নিশি রহমান | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০০:৪২
শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর। এটি উৎসবের ২৮তম আসর। এই উৎসবের শুরুটা হবে ১৫ ডিসেম্বর, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আর উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে রবীন্দ্র সদনে। এবারের উৎসবের উদ্বোধনী ছবি হতে যাচ্ছে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত ‘অভিমান’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪২ দেশের ১৮৩টি ছবি দেখানো হবে। এর মধ্যে ১৩০টি ফিচার ফিল্ম, ৫৩টি প্রামাণ্যচিত্র। যদিও উৎসবে ৫৭টি দেশের ১ হাজার ৭৮টি ছবি দেখানোর আবেদন জমা পড়েছিল। ১০টি প্রেক্ষাগৃহে এবার ছবির প্রদর্শনী করা হবে ২৩১টি। সম্মাননা জানানো হবে চলচ্চিত্র অঙ্গনের তারকা তরুণ মজুমদার, প্রদীপ মুখার্জি, শিবকুমার শর্মা ও অ্যাঞ্জেলা ল্যান্সবারিকে। বরাবরের মতো এবারও সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সংগীত পরিচালক, সেরা কণ্ঠশিল্পী, সেরা অভিনেতা ও অভিনেত্রী এবং ফিচার ফিল্মকে পুরস্কার প্রদান করা হবে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে গত শনিবার বিকেলে কলকাতা শহরের শিশির মঞ্চ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এসব ছবির মধ্যে আছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’এবং ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ । গত মাসে কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘হাওয়া’দেখতে লম্বা লাইন ধরেন ছবিপ্রেমীরা।
গত বছর অনুষ্ঠিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪০ দেশের ১৬৩টি ছবি প্রদর্শিত হয়। ১৯৯৫ সালে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।