প্রাচ্যনাটের নতুন নাটক ‘আগুনযাত্রা’
নিশি রহমান | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০০:৫৯
বছর দশেক আগে ভারতের দিল্লিতে একটি উৎসবে গিয়েছিলেন অভিনয়শিল্পী ও নির্দেশক আজাদ আবুল কালাম। ন্যাশনাল স্কুল অব ড্রামার সেই উৎসবে নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপস অ্যারাউন্ড দ্য ফায়ার’-এর খোঁজ পান। হিজড়া সম্প্রদায় নিয়ে লেখা নাটকটি পড়ে সিদ্ধান্ত নেন, ভবিষ্যতে এটি থেকে মঞ্চের জন্য নাটক বানাবেন। দেশে ফেরার সময় বইটি আর সঙ্গে করে নিয়ে আসা হয়নি। পরে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিংয়ের একাডেমিক পরিচালক শহীদুল মামুন বইটি সংগ্রহ করেন। অনুবাদের কাজটিও তিনি করেন, নাম দেন ‘আগুনযাত্রা’।
চার মাস ধরে নানা ধাপে ‘আগুনযাত্রা’কে মঞ্চ উপযোগী করেছেন প্রাচ্যনাটের সদস্যরা। আজাদ আবুল কালামের নির্দেশনায় আজ মঙ্গলবার ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন। গত দুদিন এই নাটকের কারিগরি প্রদর্শনী হয়েছে।
আজাদ আবুল কালাম গতকাল সন্ধ্যায় বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে, একটা মেয়ে হিজড়া সম্প্রদায়ের জীবনযাপন নিয়ে গবেষণা করার মনস্থির করে। এর পেছনে প্রধান কারণ, তাকে একটা সময় দত্তক নেওয়া হয়। মেয়েটি যে দত্তক, এটা জানতে পারে, তার বয়স যখন ১১-১২ বছর। গবেষণা করতে করতে সমাজের নানা বিষয় তুলে ধরা হবে।
তিনি আরো জানালেন, মঞ্চে সাতটি চরিত্র থাকবে। গুরুত্বপূর্ণ দুটি চরিত্র চম্পা আর আনারকলি। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে প্রদ্যুৎকুমার ঘোষ আর শাহেদ আলী। কমলা নামে আরেকটি চরিত্র আছে, দর্শক যাকে পর্দায় দেখতে পাবেন।
‘আগুনযাত্রা’য় আরও আছেন কাজী তৌফিকুল ইসলাম, চেতনা রহমান, শারমিন আক্তার, আবদুর রহিম খান, রকি খান, তানজি কুন, শওকত হোসেন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার প্রমুখ। নেপথ্যের কলাকুশলীদের মধ্যে আছেন সাইফুল ইসলাম ,রাহুল আনন্দ , স্নাতা শাহরিন , আফসান আনোয়ার এবং শাহরিয়ার, শাওন ও রিপন কুমার দাস ধ্রুব ।
হিজড়া সম্প্রদায় নিয়ে নিজেদের নতুন প্রযোজনা প্রসঙ্গে আজাদ আবুল কালাম বললেন, ‘আমরা তো নানা বিষয় নিয়ে কাজ করি। এটাও একটা বিষয়, যা নিয়ে অনেক দিন ধরে কাজ করার পরিকল্পনা ছিল। জেন্ডার ইস্যুতে আমাদের দেশে অস্বচ্ছতা আছে, তৃতীয় লিঙ্গ বলতেই অচ্ছুত। এরাও যে মানুষ, এই দাবিটাও উপেক্ষিত হয়। এরা কিন্তু বিশাল একটা সম্প্রদায়। আমরা সেটাই বলতে চেয়েছি।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।