এই ঈদে আসছে দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’
নিশি রহমান | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০২:২১
আগামী ঈদে মুক্তি পাবে দীপঙ্কর দীপন পরিচালিত দেশের সাইবার সুরক্ষা নিয়ে নির্মিত প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। ইন্টারনেটের মাধ্যমে সাইবার অপরাধিরা কিভাবে অপরাধ করে থাকে সেই বিষয়ে তরুদের সচেতন করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ডিজিটাল জুনাইদ আহমেদ পলক, গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘অন্তর্জাল চলচ্চিত্রের’ আগমনী আড্ডায় ও মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এই ঘোষণা দেয়। এ সময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খাইরুল আমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সিনেমাটির স্ক্রিপ্ট তৈরির সঙ্গে সাইবার বিশেষজ্ঞরা জড়িত থাকায় এটি ত্রুটি মুক্ত একটি সিনেমা। সাইবারনির্ভর থ্রিলার থেকে এটি পুরোপুরি ভিন্ন।
এর আগে নিজের ফোনে আসা পাসওয়ার্ড দিয়ে চলচ্চিত্রটির টিজার উন্মুক্ত করেন পলক। সেসময় সবাইকে এই পাসওয়ার্ডের গুরুত্ব তুলে ধরে পলক বলেন, আগামীতে যুদ্ধ করতে গুলির প্রয়োজন হবে না। যুদ্ধ হবে সাইবার দুনিয়ায়। পাসওয়ার্ড দিয়েই যুদ্ধ নিয়ন্ত্রণ করবে সাইবার সৈনিকেরা।
প্রতিমন্ত্রী আরো জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘উন্নয়নের ৫০ বছর’ শিরোনামে আরো একটি অ্যানিমেটেড মুভি নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।