১৬ বছর পর আর্টসেল-এর নতুন অ্যালবাম ‘অতৃতীয়’
নিশি রহমান | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:৩৮
বাংলাদেশের প্রথম সারির মিউজিক ব্যান্ডগুলোর ভেতর সবসময় জনপ্রিয়তার তুঙ্গে আছে আর্টসেল। এখন পর্যন্ত ব্যান্ডটির দুটি অ্যালবাম রিলিজ পেয়েছে। ২০০২ সালে তাদের প্রথম অ্যালবাম ‘অন্য সময়’ রিলিজি হয়। যেটির গানগুলো এখনও দারুণ জনপ্রিয়।
২০০৬ সালে অনিকেত প্রান্তর রিলিজ হওয়ার পর যেন এক বিপ্লব ঘটে যায়। অনিকেত প্রান্তর অ্যালবামটি রেকর্ড সংখ্যাক বিক্রি হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয়তার তুঙ্গে থেকে দর্শকদের জন্য করেছেন শত শত কনসার্ট।
তবে দর্শকরা একটু হতাশই ছিল। কারণ ‘অনিকেত প্রান্তর’ অ্যালবাম রিলিজের ১৬ বছর পার হলেও নতুন কোনও অ্যালবাম এখনও আসেনি। আশার কথা হলো দর্শকদের আর অপেক্ষায় রাখতে চাননি জনপ্রিয় এই ব্যান্ড। নতুন অ্যালবামের ঘোষণাও দিয়েছে আর্টসেল ।
২০২৩ সালের জানুয়ারি মাসে রিলিজ পাবে তৃতীয় অ্যালবাম। তথ্যটি নিশ্চিত করেছেন আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন। তৃতীয় অ্যালবামের নাম দেয়া হয়েছে ‘অতৃতীয়’।
অ্যালবামটি জি-সিরিজের ব্যানারে আর্টসেলের অফিশিয়াল এবং জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।