কলকাতায় ‘হাওয়া’ মুক্তির আগে যা বললেন পরিচালক সুমন

নিশি রহমান | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০১:২৭

সংবাদ সম্মেলনে পরিচালক মেজবাউর রহমান সুমন ও নাজিফা তুষি

গত ২৯ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। ছবির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটক মাঝিমাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত মেজবাউর রহমান সুমনের কাহিনি ও সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।৯৫তম অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘হাওয়া’। 

গত নভেম্বরে কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল মেজবাউর রহমান সুমনের ছবি ‘হাওয়া’। সে সময় কলকাতায় ব্যাপক সাড়া ফেলে ছবিটি। দুই দিন প্রদর্শনের কথা থাকলেও কলকাতার সিনেমাপ্রেমীদের আগ্রহ দেখে আরও দুই দিন বাড়ানো হয় প্রদর্শনী। এরপরও অনেকে সিনেমাটি দেখতে না পেয়ে ফিরে গেছেন। তখন থেকে সিনেমাটি হলে মুক্তি দেওয়ার দাবি তুলেছিলেন কলকাতার দর্শকেরা।

সেই পরিপ্রেক্ষিতেই  ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। তারপর ৩০ ডিসেম্বর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে ছবিটি মুক্তি পাবে।

ছবিটি মুক্তি উপলক্ষে বুধবার কলকাতার এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ‘হাওয়া’ নির্মাতা। সেখানে ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমার প্রথম ছবি কলকাতায় এত সাড়া পাবে, তা ভাবতে পারিনি। আপনারা ছবিটি দেখলে আমার আরও ভালো লাগবে এবং ভবিষ্যতে এমন আরও ছবি করার প্রেরণা পাব।’

পরিচালক মেজবাউর রহমান সুমন ও নাজিফা তুষি

বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ছবির প্রধান চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী কলকাতায় আসতে পারেননি। তবে মুঠোফোনে শুভকামনা জানিয়েছেন তিনি। পরিচালকের সঙ্গে কলকাতায় উপস্থিত ছিলেন ছবির নায়িকা নাজিফা তুষি। তিনি বলেন, ‘হাওয়া’ নিয়ে কলকাতাবাসীর সাড়া দেখে আমি মুগ্ধ। কলকাতাবাসী ‘হাওয়া’কে হৃদয় দিয়ে গ্রহণ করায় আমাদের শ্রম সার্থক হয়েছে।

‘হাওয়া’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top