অস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা হলো না ‘হাওয়া’র

নিশি রহমান | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ০৪:২৯

‘হাওয়া’ সিনেমা

দেশ-বিদেশে তুমুল দর্শকপ্রিয়তা অর্জন করে অস্কারের ৯৫তম আসরে প্রতিযোগিতা করতে যোগ দিয়েছিল ‘হাওয়া’ সিনেমাটি। কিন্তু সেখানে এ ছবির জায়গা মেলেনি। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য নির্বাচিত ছবিগুলোর সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ১৫টি সিনেমা নিয়ে করা এ তালিকায় স্থান পায়নি ‘হাওয়া’।

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের জন্য পাঠানো ছবিটি শেষ পর্যন্ত অস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করতে পারেনি। গত ২২ ডিসেম্বর এই তালিকা প্রকাশ করা হয়।

আরও পডুন: কলকাতার উৎসবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

চলতি বছরের ২৯ জুলাই দেশের মুক্তি পাওয়া ‘হাওয়া’ ছবিটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি ব্যাপক প্রশংসা কুড়ায়। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি নিয়ে সবার মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। তাই অস্কার বাংলাদেশ কমিটি ‘হাওয়া’ ছবিটিকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে পাঠানোর জন্য মনোনীত করে।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের আগামী আসরে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় এবার ৯২টি দেশ অংশগ্রহণ করছে। একাডেমির সব শাখার সদস্যদের ভোটে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ১৫টি ছবি। এরমধ্য থেকে চূড়ান্তভাবে মনোনীত হবে পাঁচটি চলচ্চিত্র।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top