মুক্তির ২৫ দিন আগেই শেষ ‘পাঠান’র অগ্রিম টিকেট!
নিশি রহমান | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩, ০০:০৮
লম্বা বিরতির পর ‘পাঠান’ ছবি দিয়ে আবারও বড়পর্দায় ফিরছেন বলিউড কিং খ্যাত শাহরুখ খান। অন্তর্জালে শোনা যাচ্ছে ১০০ কোটি রুপিতে ছবিটির ওটিটি স্বত্ব বিক্রি হয়েছে এরই মধ্যে। এবার শোনা যাচ্ছে, ছবিটি মুক্তির ২৫ দিন আগেই ভারতের বাইরে জার্মানিতে সব অগ্রিম টিকেট শেষ হওয়ার নতুন তথ্য।
জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। ‘পাঠান’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তারই দেখা মিললো জার্মানিতে। মুক্তির ২৭ দিন আগেই অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে ছবিটির। যা কিনতে জার্মানিতে রীতিমত পাগলামি শুরু হয়েছে। জানা গেছে, বার্লিন সহ প্রায় সব জায়গায় অগ্রিম টিকেট বিক্রির শোগুলো হাউসফুল।
এদিকে, ‘পাঠান’ সিনেমাকে সেন্সর ছাড়পত্রের অনুমতি দেয়নি ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। সিবিএফসির চেয়ারপারসন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সঙ্গে সিনেমার বেশ কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পরই বিতর্ক ওঠে। কেউ কেউ অশ্লীলতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি বয়কটের ডাকও দেয়। বিশেষ করে গানটিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তোলেন বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ, দীপিকার পাশাপাশি ছবিটিতে আরও দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানাসহ ক্যামিও চরিত্রে সালমান খানকেও। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।