ভারতে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল

নিশি রহমান | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩, ০৫:১৪

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল

পশ্চিমবঙ্গের ভারতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘সানফেস্ট আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এ নিজের অভিনীত ওয়েব সিনেমার জন্য সম্মাননা পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। গেল বছরে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ‘ব্যাচ ২০০৩’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন তিনি। একই সাথে সিনেমাটিও সেরা চলচ্চিত্রের সম্মাননা পায়।

আন্তর্জাতিক সম্মাননা পাওয়ায় উচ্ছ্বসিত সজল বলেন, যেকোন কাজের স্বীকৃতি সবসময়ই অনেক বেশি আনন্দের। একটা কাজ করার পর সেটা যখন দর্শকরা পছন্দ করেন তখনই আমাদের কষ্ট সার্থক হয়। সেইসাথে কাজটি যদি প্রশংসিত হয় এবং সম্মাননা পায় তখন কাজের প্রতি আরও বেশি দায়িত্ববোধ বেড়ে যায়। ভাল কাজ করার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। বছরের শেষে এমন সম্মাননা পাওয়ায় আমি আনন্দিত এবং সকলের ভালোবাসায় সিক্ত।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  তিনি আরও বলেন, ‘ব্যাচ ২০০৩’ সিনেমার পরিচালক এবংপুরো টিমকে অনেক ধন্যবাদ, আমাকে এমন একটি চরিত্র করার সুযোগ দেওয়ার জন্য। সেইসাথে ‘সানফেস্ট আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’ এর জুরি বোর্ড ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। সবশেষে ভালোবাসা জানাতে চাই আমার প্রিয় দর্শকদের যারা সবসময় ভালোবেসে আমার পাশে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময়ে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিলো ‘ব্যাচ ২০০৩’ সিনেমাটি। এখানে সজল ছাড়া আরও অভিনয় করেন তাসনুভা তিশা, শিপন মিত্র, কৃষ্ণিয়ানো তন্ময়, নওশাবা, মৌসুম প্রমুখ।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top