৪ বছর আটকে আছে ‘শনিবার বিকেল’ যা বললেন ফারুকী
নিশি রহমান | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩, ০৩:২৫
আন্তর্জাতিক পর্যায়ে বেশকিছু চলচ্চিত্র উৎসবে দারুণ প্রশংসিত মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। অনেকগুলো পুরস্কারও রয়েছে এর ঝুলিতে। কিন্তু নির্মাণের চার বছরেও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারছেন না তিনি। ২০১৯ সালে ‘শনিবার বিকেল’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর ‘অদৃশ্য’ কারণে সিনেমাটি ব্যান করা হয়। আর এ নিয়ে ক্ষোভের কথা প্রকাশ করেছেন ছবিটির নির্মাতা ফারুকী।
এ নিয়ে গতকাল এক স্ট্যাটাস শেয়ার করেছেন ফারুকী। তাতে তিনি লিখেছেন— প্রিয় বাংলাদেশ, প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি 'ফারাজ' মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ।
আরও পড়ুন: জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে তিন সিনেমা
আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনা নিয়ে 'শনিবার বিকেল' বানিয়ে আজ চার বছর সেন্সরে আটকা।
আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুর্ণনির্মাণ করেনি— এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনর্র্নির্মাণও করেনি!
তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি— এই দেশের নাগরিক হওয়া? ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সবকিছু মনে রাখে।
‘শনিবার বিকেল’র ইংরেজি নাম ‘স্যাটারডে আফটারনুন’। সিনেমাটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এতে রয়েছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে।
বিষয়: সিনেমা সেন্সর বোর্ড চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ newsflash71 newsflash Latest News Update News News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।