• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বন্ধের ২ মাস পর 'ব্ল্যাক ওয়ার' দিয়ে খুলছে প্রাচীন সিনেমা হল মধুমিতা

নিশি রহমান | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩, ০৩:২০

রাজধানীর অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা

প্রায় দুই মাস সাময়িক বন্ধ থাকার পর ঢাকা শহরের অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা খুলছে শুভ-ঐশী অভিনীত 'মিশন এক্সট্রিম :ব্ল্যাক ওয়্যার' দিয়ে। ১৩ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকের বেশ উন্মাদনা ছিল। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও তেমন চলছিল না। সব মিলিয়ে হল বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। নতুন বছরে চেয়েছি ভালো একটি সিনেমা দিয়ে হল খুলতে।

আরও পড়ুন: পরীমনির মাদক মামলার কার্যক্রম ছয় মাস বন্ধ থাকবে

তিনি আরওবলেন, আমার কাছে 'মিশন এক্সট্রিম :ব্ল্যাক ওয়্যার' তেমনই ভালো একটি সিনেমা। শুভ-ঐশীর সিনেমা দিয়ে হলটি খোলার সিদ্ধান্ত নিয়েছি। হল বন্ধ থাকাকালীন আধুনিকায়নের কিছু কাজ করেছি। আশা করছি, দর্শক এখন নতুন পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।'প্রসঙ্গত, গত বছরের ১৮ নভেম্বর বন্ধ হয়ে হয়েছিল মধুমিতা প্রেক্ষাগৃহটি।

রাজধানীর অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সিনেমা হলটি এখনও ঢাকার সিনেমাপ্রেমী দর্শকের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। হলটিতে বর্তমানে ১টি প্রদর্শনী কক্ষের মাধ্যমে সিনেমা দেখানো হয়। এতে একসঙ্গে ১২০০ জনের মতো দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top