গোল্ডেন গ্লোবের সংক্ষিপ্ত তালিকায় ‘হাওয়া’
নিশি রহমান | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩, ০০:৪৪
সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলোকে স্বীকৃতি জানানোর অন্যতম আসর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় অনুযায়ী রাত পোহালেই বসতে যাচ্ছে বিশ্বের মর্যাদাপূর্ণ এই আয়োজন। বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও শেষ মুহূর্তে জানা গেল বড় চমক। গত বছর মুক্তি পাওয়া বাংলাদেশের সিনেমা ছিল এই আয়োজনের সংক্ষিপ্ত তালিকায়। এই তথ্য জানালেন সাদিয়া খালিদ। বাংলাদেশি হিসেবে গোল্ডেন গ্লোবে ভোট দেওয়ার একমাত্র সুযোগ পেয়েছেন এই চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার।
আরও পড়ুন: পরীমনির মাদক মামলার কার্যক্রম ছয় মাস বন্ধ থাকবে
গোল্ডেন গ্লোবে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমা মনোনয়ন পায়নি। তবে এবার জানা গেল, গত বছর মুক্তি পাওয়া বাংলাদেশের ‘হাওয়া’ সিনেমা এই আয়োজনে সংক্ষিপ্ত তালিকায় ছিল। এ প্রসঙ্গে সাদিয়া খালিদ বলেন, ‘তথ্যটা প্রথমে আমাকে অবাক করেছে। আমরা কোন সিনেমাকে ভোট দিই, সেটা জানা যায়। কোন সিনেমা কত ভোট পেয়ে কোন পজিশনে আছে, এটা মনোনয়ন ঘোষণার সময়েই জেনেছিলাম। তখন শর্ট লিস্টে থাকা তালিকায় দেখি “হাওয়া” সিনেমার নাম। বাংলাদেশের কোনো সিনেমা আগে শর্ট লিস্টে থাকলেও সেটা আমরা জানি না। এবার নিজের দেশের সিনেমা দেখে গর্ব হচ্ছিল।
এর আগে শুধু হলিউড থেকে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল। এর বাইরে বিশ্বের অন্য দেশ থেকে ভোটিংয়ের সুযোগ ছিল না। চলতি বছর থেকে সারা বিশ্ব থেকে ভোটিংয়ের জন্য ১০৩ জনকে বাছাই করা হয়েছে। সব মিলিয়ে এবার ভোটার ২০০ জন। সেই তালিকায় জায়গা পেয়ে সাদিয়া প্রথমবারের মতো ভোট দেন। তিনি বলেন, ‘গোল্ডেন গ্লোবে জমা দেওয়া সিনেমাগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভোটের জন্য প্রচারণা চালানো হয়। সেখানে হয়তো পিছিয়ে ছিল “হাওয়া”। সিনেমাটির কোনো প্রচারণা ভোটারদের কাছে গেলে হয়তো এটা গোল্ডেন গ্লোব মনোনয়ন পেতে পারত।
‘হাওয়া’ সংক্ষিপ্ত তালিকায় থাকার কথা শুনেছেন সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, ‘আমাদের আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর মনে হয় ভোট দেওয়ার প্রসঙ্গে জানতে পারেন, কিন্তু আমি কীভাবে ভোট দিতে হয় বা কীভাবে এর প্রচারণা চালাতে হয়, সেই প্রসঙ্গে কিছু জানি না। প্রসেসিং জানলে হয়তো মনোনয়নের জন্য ভোট চাইতাম। তবে ভালো লাগছে যে আমাদের ছবিটা শর্ট লিস্টে ছিল। মনোনয়নে জায়গা করে নিলে আরও বেশি ভালো লাগত।’
কোভিড ভাইরাসের কারণে গত বছর অনুষ্ঠান হলেও সেখানে কোনো কোনো দর্শক বা মনোনয়নপ্রাপ্ত তারকা ছিলেন না। কেবল নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এমনকি অনুষ্ঠানস্থলে বিছানো হয়নি লালগালিচা, আমন্ত্রণ জানানো হয়নি কোনো গণমাধ্যমকেও। সেখানে এবার জাঁকজমকভাবে বসতে যাচ্ছে গোল্ডেন গ্লোবের ৮০তম আয়োজন। অনুষ্ঠানে অংশ নেবেন হলিউডসহ বিনোদন দুনিয়ার রথী-মহারথীরা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।