'পদাতিক' সিনেমাতে অবিকল মৃণাল সেনের লুকে চঞ্চল চৌধুরী
নিশি রহমান | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩, ০৩:৪৬
প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
আরও পড়ুন: এবার ফিটনেস কোচের প্রেমে মজেছেন শ্রাবন্তী!
এরপরেই জানা গেছে সৃজিতের ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। সম্প্রতি সৃজিতের ‘পদাতিক’ সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন। এরই মধ্যে ‘পদাতিক’ সিনেমা নিয়ে টলিপাড়ায় আলোচনা, গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তা বোঝাই যাচ্ছে।
‘পদাতিক’ সিনেমাতে মৃণাল সেন হয়ে চঞ্চল চৌধুরীর লুক দেখে সিনেপ্রেমীরা একেবারে হতবাক। মৃণাল সেনের চেহারার সঙ্গে চঞ্চল চৌধুরীর অবিকল মিল খুঁজে পাচ্ছেন সবাই। প্রকাশ্যে এসেছে মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষের লুকও। শুধু তাই নয়, মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা সম্রাট চক্রবর্তীকে।
কলকাতা চলচ্চিত্র উৎসবে আড্ডা দিতে দেখা গিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তখনই সৃজিত জানিয়েছিলেন চঞ্চলের সঙ্গে কাজ করবেন তিনি। জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই সিনেমার শুটিং। সৃজিত বলেন, অনেক বায়োপিক তৈরি করেছি। তবে মৃণাল সেনের বায়োপিক খুব বড় চ্যালেঞ্জ।
সৃজিত আরও বলেন,‘চঞ্চলের সঙ্গে মৃণাল সেনের মুখের মিল রয়েছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারাল এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।