চার বছর পর আবার জুটি বেঁধে আসছেন কৃতি-কার্তিক

নিশি রহমান | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩, ০১:৩১

কৃতি শ্যানন ও কার্তিক আরিয়ান

চার বছর পর আবার জুটি বেঁধে আসছেন কৃতি শ্যানন আর কার্তিক আরিয়ান। রোহিত ধাওয়ান পরিচালিত ‘শাহেজাদা ছবিতে তাঁদের দেখা যাবে। আগেও ‘লুকা ছুপি’তে দেখা গিয়েছিল তাদের। ছবিতে কৃতি আর কার্তিকের রসায়ন সবাই দারুণ পছন্দ করেছিলেন। তাই এবারও তাঁরা আশাবাদী।

আরও পড়ুন: 'পদাতিক' সিনেমাতে অবিকল মৃণাল সেনের লুকে চঞ্চল চৌধুরী

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি সিনেমা হলে হয়ে গেল ‘শাহেজাদা’র প্রিমিয়ার। ছবিটি আল্লু অর্জুনের তেলেগু ছবি ‘অলা বৈকুণ্ঠপুরমুলু’-এর হিন্দি রিমেক। আল্লুর ছবিটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। ‘শাহেজাদা’ ছবিতে অ্যাকশন, কমেডি, বিনোদন—সবকিছু থরে থরে সাজানো আছে। তবে রোহিতের এই ছবির অন্যতম মূল আকর্ষণ হলো কৃতি-কার্তিক জুটি।

 কার্তিক আরিয়ান ‘লুকা ছুপি’র চার বছর পর কার্তিকের সঙ্গে আসতে পেরে দারুণ খুশি কৃতি। উপস্থিত ভক্তদের জিজ্ঞেস করেন, জুটি হিসেবে তাঁদের কেমন লাগছে। এ প্রসঙ্গেকৃতি বলেন, ‘আমরা প্রায় চার বছর পর একসঙ্গে পর্দায় আসতে চলেছি। আমি জানি আমাদের পর্দায় একসঙ্গে দারুণ লাগে। কার্তিকের সঙ্গে আবার কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। এই ছবিটা মজার। আর দুজন মিলে খুব মজা করে কাজ করেছি।’ উচ্ছ্বাসের সঙ্গে কৃতি বলেন, ‘কার্তিক আমার ভালো বন্ধু। তার সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার জন্য অভিনয় করা অত্যন্ত সহজ হয়ে যায়। অনেক সময় আমাদের চিন্তাভাবনা আর মতামত মিলে যায়।’

কৃতি শ্যানন  ‘শাহেজাদা’ ছবির প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেন, ‘শাহেজাদা’ আমার কাছে খুবই বিশেষ আর বিনোদনমূলক ছবি। ভারতীয়রা পারিবারিক মূল্যবোধকে অত্যন্ত সম্মান করে। এখানে তা–ই দেখানো হয়েছে। নব্বইয়ের দশকের ছবিগুলোতে এসব ভরপুর থাকত। তখনকার ছবিতে আবেগ, অ্যাকশন আর রোমান্স—সবকিছুই থাকত। আমরা সবাই এ ধরনের ছবি পছন্দ করতাম। এ ধরনের ছবির সংখ্যা এখন কম হচ্ছে। তাই আমার কাছে ‘শাহেজাদা’ হলো সেই সময়কার ছবির আধুনিক সংস্করণ। ছবিটা সাধারণ মানুষকে পুরোপুরি বিনোদন দেবে।’

আগামী ১০ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ‘শাহেজাদা’। রোহিতের ছবিতে কার্তিক আর কৃতি ছাড়াও আছেন মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, রণিত রায়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top