ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’

নিশি রহমান | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৩, ২৩:৪২

 ‘জয়ল্যান্ড’

ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব বর্তমানে সাংস্কৃতিক অঙ্গনেও বিরাজ করছে। কারণ, আগে ভারতীয় সিনেমায় পাকিস্তানি শিল্পীদের অভিনয় করতে দেখা গেলেও এখন আর তেমন দেখা যায় না। এমনকি পাকিস্তানি সিনেমাও মুক্তি দেওয়া হয় না ভারতে। এমন আলোচনা–সমালোচনার ভেতর পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ভারতে মুক্তির আশা জাগালেও শেষ মুহূর্তে মুক্তি আটকে যায়। এবার নতুন করে আবার আশা জাগাচ্ছে ‘জয়ল্যান্ড’।

আরও পড়ুন>>> মায়ের মৃত্যুর জন্য নতুন স্বামীকে দায়ী করলেন রাখি

আগামী ১০ মার্চ ভারতে বাণিজ্যিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’–এর। ‘জয়ল্যান্ড’–এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়। সেখানে একটা পোস্টার শেয়ার করে জানানো হয় স্পেন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র ও পূর্ব ইউরোপে সিনেমাটির মুক্তির তারিখ। ভারতের সেন্সর সার্টিফিকেট বোর্ড আবার বাগড়া না দিলে মার্চ মাসেই ভারতীয় সিনেমাপ্রেমীরা দেখতে পাবেন ‘জয়ল্যান্ড’।

অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিতে পারেনি সিনেমাটি। অস্কারের চূড়ান্ত মনোনয়নের ভোট পর্বের স্ক্রিনিংয়ের সময় ‘জয়ল্যান্ড’ দেখে প্রশংসা করেন প্রিয়াঙ্কা চোপড়া। এ ছাড়া ভারতীয় অনেক অভিনয়শিল্পীও প্রশংসা করেছিলেন সিনেমাটির। পাকিস্তানের প্রথম সিনেমা হিসেবে গত বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তেঁ রিগা বিভাগে মনোনয়ন পেয়েছিল। সিনেমাটি একই সঙ্গে কুইয়ার পাম ও জুরি পুরস্কার জিতেছিল।

‘জয়ল্যান্ড’ পরিচালক সায়িম সাদিকের প্রথম ছবি। ছবির গল্প পুরুষতান্ত্রিক এক পরিবারের ছোট ছেলে হায়দারকে নিয়ে। একজনের বদলি হিসেবে সে ইরোটিক এক নাচের দলে যোগ দেয়। তারপরই শুরু হয় ঝামেলা। কারণ, এরপর এক তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ভালোবাসা জন্মায় তার। ছবিটিতে অভিনয় করেছেন রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি, সানিয়া সাঈদ প্রমুখ।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top