নায়ক মান্নার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:১৩
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি অসংখ্য ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে না-ফেরার দেশে চলে যান এক সময়ের এই ঢালিউড কিং। আজ ১৭ ফেব্রুয়ারি নায়ক মান্নার মান্নার ১৫তম মৃত্যুবার্ষিকী। তার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, তবে তিনি সবার কাছে নায়ক মান্না নামে পরিচিত।
১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় নায়ক মান্না জন্মগ্রহণ করেন । নিজ এলাকায় স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন মান্না। ১৯৮৪ সালে তিনি এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের জগতে আসেন। চলচিত্র জগতে প্রথম সুযোগ করে দেন নায়করাজ রাজ্জাক। অভিনয় জীবনে প্রায় সাড়ে তিনশ’ সিনেমায় অভিনয় করেছেন এই ঢালিউড কিং।
আরও পড়ুন : টানা তিন ম্যাচ হারলেও বিশ্বাসটা ছিল অক্ষুণ্ন: ইমরুল কায়েস
একসময় বড় পর্দায় চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হলভর্তি দর্শক আর সফল ব্যবসা। দেশের চলচ্চিত্র যখন অশ্লীলতার সংকটে পড়েছিল, তখন সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে মান্না গঠন করেন ‘কৃতাঞ্জলী চলচ্চিত্র’ নামে একটি প্রযোজনা সংস্থা। তার প্রযোজনায় তৈরি হয় ‘লুটতরাজ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’সহ অনেক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা।
বিষয়: ঢাকাই চলচ্চিত্র চিত্রনায়ক মান্না মৃত্যুবার্ষিকী ঢালিউড কিং newsflash71 News Latest News Update News newsflash
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।