এবার সত্যি কি লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শাহরুখ?
নিশি রহমান | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৩, ০২:২৬
বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান সম্প্রতি ব্যাপক আলোচনায়। কেননা, দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন তিনি। তার নতুন ছবি ‘পাঠান’ মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। এরই মধ্যে বক্স অফিসে হিট ছবিটি। ভেঙেছে আয়ের রেকর্ডও।
এর মধ্যেই আবারও আলোচনায় শাহরুখ খান। এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি- এমনই খবর পাওয়া গেল গণমাধ্যমে।
আরও পড়ুন>>> ২৫ বছরের বড় অভিনেতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন দেবলীনা দত্ত!
টুইটারে বলিউড বাদশাহ মাঝে মাঝে ‘আস্কএসআরকে’ নামে একটি সেশন করেন, যেখানে তিনি ভক্তদের করা অনেক প্রশ্নের উত্তর দেন। শাহরুখ খানের এমন সেশন ভক্তদের যে ভীষন পছন্দ, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এই অভিনেতা দিয়েছেন একেবারে নতুন এক তথ্য। বলিউডের বাদশাহ এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এমনকি তার প্রথম বই নিয়ে সর্বশেষ অগ্রগতির বিষয়টিও জানিয়েছেন এক ভক্তের প্রশ্নের উত্তরে।
‘আস্কএসআরকে’ সেশনে ভক্তরা সাধারণত শাহরুখের নতুন সিনেমা, ব্যক্তিজীবন নিয়ে নানা প্রশ্ন করেন। অনেকে জানান, এ সুপারস্টারের প্রতি তাদের ভালোবাসার কথা। এবারের সেশনে শাহরুখ কখনও কিছু লিখেছেন কি না, এক ভক্ত তা জানতে চান। শাহরুখের লেখা বই নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি জানতে চান, আপনি কি আপনার বই লেখা শেষ করেছেন? এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, এখনও শেষ হয়নি। তবে জাওয়ান ও ডাঙ্কির শুটিং শেষ হলে আবার বই লেখার কাজে ফিরে যাব।
কয়েক বছর খারাপ যাওয়ার পর আবার বলিউডের সিংহাসনে জমিয়ে বসেছেন শাহরুখ। অনেকেই যখন বলছিলেন, বাদশাহর যুগ শেষ হতে যাচ্ছে। তখন ‘পাঠান’ বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে ‘পাঠান’ ।
অন্যদিকে এখন শাহরুখ একই সঙ্গে কাজ করছেন জাওয়ান ও ডাঙ্কি সিনেমায়। ডাঙ্কির মাধ্যমে শাহরুখ প্রথমবার কাজ করছেন রাজকুমার হিরানির পরিচালনায়। এ ছবিতে শাহরুখের বিপরীতে থাকছেন তাপসী পান্নু। এ বছরের শেষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে এটলি পরিচালিত জাওয়ান মুক্তি পাবে আগামী ২ জুন।
বিষয়: বলিউড ‘বাদশাহ’ ‘আস্কএসআরকে’ লেখক আত্মপ্রকাশ শাহরুখ খান ‘পাঠান’ newsflash Update News newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।