অস্কারে সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ২১:০৩

এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

অস্কারের ৯৫তম আসরে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স। ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পরিচালিত এই ছবিটি ১১টি মনোনয়ন পেয়েছে এবারের অস্কারে। অ্যাডভেঞ্চারধর্মী ছবিটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, দ্য ফ্যাবেলম্যানস, টার, টপ গান: ম্যাভেরিক, ট্রায়াঙ্গেল অব স্যাডনেস ও উইমেন টকিং।

সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top