প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাকে জেলে দেন
আত্মহত্যার হুমকি দিলেন হিরো আলম, কিন্তু কেন ?
রাজিউর রাহমান | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ২১:৫৮
ফেসবুক লাইভে এসে এবার আত্মহত্যার হুমকি দিলেন আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলম। রুচির দুর্ভিক্ষের কারণে সমাজে হিরো আলমের উত্থান হয়েছে। বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের এমন মন্তব্যের প্রতিবাদে তিনি এ হুমকি দেন।
সোমবার রাতে ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, তার জন্য নাকি বাংলাদেশ নষ্ট হচ্ছে। যখন নাটকে গালিগালাজ করে, তখন কি রুচি নষ্ট হয় না। কয়টা লোকের রুচি আছে ? সংসদে যারা; তাদের কয়জনের লেখাপড়া আছে ? ১৮ কোটি লোক থাকতে আমাকে নিয়ে কেন রুচিতে বাধে আপনাদের।
এই ইউটিউবার বলেন, হিরো আলমকে মেরে ফেলে দেন। মেরে না ফেললে কেউ থামাতে পারবেন না। আমি আমার যোগ্যতায় আলম থেকে আজ হিরো আলম। মামুনুর রশীদ স্যার, আপনি আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করবে কে। আমাকে কেউ তৈরি করবে না। তাহলে রুচির পরিবর্তনও হবে না।
হিরো আলম বলেন, ‘আপনারা আমাকে নিয়ে কেন কথা বলেন। একদিন এমন লাইভ করে পৃথিবী থেকে চলে যাব। আপনার রুচি নিয়ে আপনি থাকেন। আমি যদি আত্মহত্যা করি, এর জন্য দায়ী থাকবেন আপনারা। মানুষ আত্মহত্যা কখন করে জানেন? সবকিছুতে টর্চারিং করতেছেন আপনারা।
প্রধানমন্ত্রীকে বলব, আপনি আমাকে জেলে দেন। আমাকে সাহায্য করেন কেউ? নাহলে আমাকে ধিক্কার দেওয়া বন্ধ করুন। আপনারা বড় বড় কথাবার্তা বলেন। রুচি চেঞ্জ করতে পারেন না কেন।
এরআগে, অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে নাট্যজন মামুনুর রশিদ বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।