রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


'প্রিয়তমা' ও 'সুড়ঙ্গ', এক সপ্তাহে কার আয় কত?

রাজিউর রেহমান | প্রকাশিত: ৮ জুলাই ২০২৩, ২০:৩৯

ছবি: সংগৃহীত

সিনেমা হলের টিকিটঘর মনে করা হয় বক্স অফিসকে। মানে কোনো চলচ্চিত্রের লাভ কিংবা লোকসান—সবটাই নির্ভর করে টিকিটের বিক্রিবাট্টার ওপর। টিকিট বিক্রির ওপর ভিত্তি করে প্রকাশিত সিনেমার আয়ের হিসাব-নিকাশ ‘বক্স অফিস’ নামে পরিচিতি।

তবে বাংলাদেশে বক্স অফিসের কার্যকারিতা নেই বললেই চলে। গুটিকয় মাল্টিপ্লেক্স বাদে সিনেমা হলগুলোয় এখনো হাতে হাতে টিকিট বিক্রি হয়। ফলে কোন শোতে কত টিকিট বিক্রি হয়েছে, তা সুনির্দিষ্ট করে জানার কোনো সুযোগ নেই।

তারপরও প্রথমবারের মত টিকিট বিক্রির উপর এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া দুই ছবির আনুমানিক একটা আয়ের হিসেবে প্রকাশ করেছে দুটি প্রযোজনা সংস্থা।

ঈদুল আজহায় সর্বমোট পাঁচটি বাংলা সিনেমা মুক্তি পায়। এর মধ্যে প্রথম থেকেই আলোচিত ছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা' সিনেমাটি।

সারাদেশে ১০৭ সিনেমা হলে মুক্তি পায় শাকিবের “প্রিয়তমা”। এই সিনেমা সাত দিনে আয় করেছে ১০ কোটি ৩০ লাখ টাকা। আর অন্যদিকে “প্রিয়তমা”র নিকটতম প্রতিদ্বন্দ্বী “সুড়ঙ্গ”। নিশোর এই সিনেমাটি আয় করেছে আড়াই কোটি টাকার কিছু বেশি।

বৃহস্পতিবার “প্রিয়তমা”র পরিচালক হিমেল আশরাফ এবং “সুড়ঙ্গ”র পরিচালক রায়হান রাফী তাদের নিজ নিজ ফেসবুকে এই তথ্য জানিয়েছেন।

একটি ছবি পোস্ট করে হিমেল আশরাফ জানান, সারাদেশে দর্শক চাহিদার কারণে ৩১৫০ টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে এরইমধ্যে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকেট বিক্রি করে ফেলেছে সিনেমাটি।

অন্যদিকে, রায়হান রাফী ফেসবুকে লিখেন, “মাত্র সাত দিনে সিনেপ্লেক্স থেকে ‘সুড়ঙ্গ' আড়াই কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এর আগে ‘ঢাকা অ্যাটাক', ‘আয়নাবাজি', ‘দেবী'র রেকর্ড ভেঙেছিল আমার ‘পরাণ' সিনেমা। এবার নিজের সিনেমার রেকর্ড ভেঙে দিল ‘সুড়ঙ্গ'।

আফরান নিশো অভিনীত এই সিনেমাটি শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি শো চলছে। রোমাঞ্চ, গান, কমেডি, অ্যাকশন—সব মিলিয়ে এটি একটি বাণিজ্যিক ঘরানার সিনেমা। 

সব মিলিয়ে বলা যায়, দেশীয় সিনেমা অঙ্গনে সুদিন ফিরতে শুরু করেছে। পরপর কয়েক বছর ভালোমানের কিছু সিনেমা মুক্তি পেয়েছে। যাতে দর্শক আবার প্রেক্ষাগৃহমুখী হয়েছে। এই ধারাবাহিকতা এবারের ঈদে দৃশ্যমান।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top