১৩ জানুয়ারি ‘মিস ইউনিভার্স’র প্রতিযোগিতার নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২১, ২৩:৪৪

রাজধানীর পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন

দ্বিতীয়বারের মতো ১৩ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতার নিবন্ধন। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। মহামারি করোনার কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেওয়া হয়।

এই সময়ের মধ্যে এক হাজার টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন সারা দেশের সুন্দরী তরুণীরা।

সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানান রিয়্যালিটি শো-টির পরিচালক শফিকুল ইসলাম।

আগ্রহীরা http://www. missuniverse.com.bd ঠিকানায় রেজিস্ট্রেশন করতে পারবেন। এবারের আবেদন রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে এক হাজার টাকা।

এছাড়া নিবন্ধন প্রক্রিয়া এবং প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশ-এর ফেসবুক https://ww w.facebook.com/MUBangladesh পেজে।

২০১৯ সালে প্রথমবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেবার নিবন্ধন ছিল ফ্রি। বিজয়ী শিলা দক্ষিণ কোরিয়ায় ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top