এবার আলজেরিয়ায় নিষিদ্ধ ‘বার্বি’

শাকিল খান | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৩, ২০:৪৯

ছবি: সংগৃহীত

গোটা বিশ্বে আলোচনার ঝড় তুলেছে ‘বার্বি’ সিনেমা। আর ‘নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে’ এমন অভিযোগ করে এবার ‘বার্বি’ সিনেমাটি নিষিদ্ধ করেছে উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ আলজেরিয়াতে।

মুক্তির তিন সপ্তাহ পর অবিলম্বে হল মালিকদের এটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সিনেমাটিতে সমকামিতার পক্ষে প্রচার চালানো হয়েছে যা আলজেরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পরিচালক গ্রেটা গারউইগ জানান, ‘বার্বি’ বিশ্বের বেশ কিছু দেশের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবার কিছু দেশে সেন্সরে কাচি চালিয়ে কিছু দৃশ্য ফেলে দিয়ে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। তবে সৌদি আরবসহ বিভিন্ন রক্ষণশীল আরব দেশে আলোচিত ‘বার্বি’ সিনেমাটির প্রদর্শন চলছে।

এদিকে শুধু আলজেরিয়াতেই নয় বরং আরব বিশ্ব থেকেও এই সিনেমায় প্রচার করা সামাজিক মূল্যবোধের সমালোচনা করা হয়েছে। গত সপ্তাহে কুয়েত সরকার সে দেশে বার্বি সিনেমা নিষিদ্ধ করে।

 ‘বার্বি’ সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। যুক্তরাজ্য এবং স্পেনসহ অনেক দেশের নেতারা সিনেমাটির প্রশংসা করেছেন। মুক্তির পর থেকে সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top