জনপ্রিয়তায় সুইফটকে পেছনে ফেললেন অরিজিৎ

রাজিউর রাহমান | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৩, ২২:৩৯

ছবি: সংগৃহীত

ফের বিশ্ব সংগীতের আসরে ভারতের নাম উজ্জ্বল করলেন অরিজিৎ সিং। এবার পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার জনপ্রিয় পপ তারকা টেলর অ্যালিসন সুইফটকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। শুধু তাই নয় সঙ্গীত দুনিয়ার অনেককেই ছাপিয়ে জনপ্রিয়তার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অরিজিৎ।

গান শোনার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের হিসেব বলছে, ভক্তদের সংখ্যার নিরিখে টেলর সুইফটকে হারিয়েছেন অরিজিৎ সিং। স্পটিফাইয়ে এখন তার ভক্ত সংখ্যা আট কোটি ৬০ লাখেরও বেশি।

যেখানে টেলর সুইফটের ভক্ত সংখ্যা সাত কোটি ৯০ লাখের কাছাকাছি। এছাড়া হলিউডের নতুন প্রজন্মের গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম অরিজিতের। জিয়াগঞ্জে বেড়ে ওঠা। সেখান থেকে এখন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক তিনি। রিয়ালিটি শোর মাধ্যমে গায়ক হিসেবে পথচলা শুরু করলেও বর্তমানে বলিউডের একক সম্রাট তিনি।

একের পর এক হিট গান উপহার দিয়ে ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। নিজের প্রতিভাকে আরও শান দিয়েছেন গায়ক। তার ফলও পেয়েছেন হাতেনাতে। জাতীয় পুরস্কারসহ একাধিক ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন।

অপরদিকে বিশ্বের মিউজিক সেনসেশন বলা হয় টেলর সুইফটকে। বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী তিনি। একটি-দুটি নয়, মোট ১২টি গ্র্যামি রয়েছে তার ঝুলিতে। এছাড়াও একাধিক অনন্য নজিরে সাজানো তার মুকুট।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top