মঞ্চ মাতাতে ঢাকায় খিচ মেরি ফটো খ্যাত গায়ক দর্শন রাভাল, অবিস্মরণীয় রাতের অপেক্ষা...

রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬

ছবি: সংগৃহীত

মঞ্চ মাতাতে ঢাকায় এলেন খিচ মেরি ফটো খ্যাত গায়ক দর্শন রাভাল। ঢাকায় কনসার্টটি আয়োজন করবে টোয়েন্টি টু ইভেন্টস। সঙ্গে রয়েছে দর্শন রাভালের কোম্পানি ই-পজিটিভ। দর্শন লাইভ ইন ঢাকা’ টাইটেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে কনসার্টটি। দর্শনের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তানভির ইভানকেও গাইতে দেখা যাবে।

২০১৪ সালে মিউজিক্যাল রিয়েলিটি শো ইন্ডিয়াস স্টারের মাধ্যমে খ্যাতি অর্জন করেন দর্শন রাভাল। ওই শোর দৌলতেই জনপ্রিয়তা পান দর্শন। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি এবং বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।

১৯৯৪ সালে গুজরাটে জন্ম দর্শন রাভালের। বলিউডের বেশ কিছু সিনেমায় ক্যামিওর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও মেরি পেহ্লি মহব্বত, তেরা জিকির, বেখুদি, কামারিয়াসহ একাধিক গানের জন্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

দর্শন রাভালের ঢাকার মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশের সঙ্গীত উৎসাহীরা আরেকটি অবিস্মরণীয় রাতের জন্য প্রস্তুত হচ্ছেন৷ আয়জকদের আশা দর্শনের সেই গানের আসরে ভিড় উপচে পড়বে। কানায় কানায় পূর্ণ থাকবে কনসার্টের হল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top