বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

যে ছবি প্রকাশ করে কটাক্ষের শিকার হলেন জিৎ...

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২১

ছবি: সংগৃহীত

ফের বাবা হতে চলেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্র মদনানী জিৎ। স্ত্রী মোহনা মাদনানির বেবি বাম্পের ছবি পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন তিনি।

পরিবারের নতুন অতিথি আসার খবর সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অভিনেতা। বিশেষ ফোটোশুটের ছবি পোস্ট করে নায়ক লেখেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।

সাদা ও নীল রঙের পোশাক পরে ম্যাটারনিটি ফটোশুট করেছেন জিতের স্ত্রী মোহনা। এ ফটোশুটে মডেল হয়েছেন জিৎ ও তাদের কন্যা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুরুতে অনেকে এ দম্পতিকে শুভেচ্ছা জানান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনার মুখে পড়েন জিৎ। অনেকে নোংরা ইঙ্গিত করে মন্তব্য করছেন।

একজন লিখেছেন, অসুস্থ সমাজের অবস্থা। মাতৃত্ব একটি সুন্দর অনুভূতি। শালীনতা বজায় রাখা উচিত। আরেকজন লিখেছেন, মাতৃত্ব সুন্দর, তবে তা এতটা খোলামেলা সুন্দর না। অন্য একজন লিখেছেন, তোমার বাজার পড়ে গেছে, তা বোঝা যাচ্ছে। এতটা ঠিক না জিৎ। তোমাদের বেবি হবে এটাই সবার কাছে আনন্দের। যাক, ভালো থেকো। এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি জিৎ।

২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা। দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন এই নায়ক।

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top