কোক স্টুডিও’র কনসার্টে পারফর্ম করবেন জেমস
সুজন হাসান | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১৯:১৫
কোক স্টুডিও সিজন-২-এর সব শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। এমনটাই জানানো হয়েছে কোক স্টুডিও বাংলা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। আগামী ১০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
কনসার্টে জেমসের অংশ নেওয়ার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোক। বেশ কিছু সূত্র বলছে, প্রথম পর্বের কনসার্টের মতো এবারের পর্বেও জেমসকে দেখা যাবে মঞ্চে। তার অংশ নেওয়ার বিষয়টি কনসার্টের এক সপ্তাহ আগে কোক স্টুডিওর ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে। সেখানে জেমস গাইবেন তার জনপ্রিয় সব গান।
এবারের কনসার্টে গান করবেন শায়ান চৌধুরী অর্ণব, বাপ্পা মজুমদার, সুনিধি নায়েক, ইসলাম উদ্দিন পালাকার, প্রীতম হাসান, হামিদা বানু, মেঘদল, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায়, ডটার অব কোস্টাল, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাস। তৃতীয় আসরের প্রস্তুতি নিচ্ছে কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ। এর আগে দ্বিতীয় সিজনের শিল্পীদের নিয়ে হবে এই কনসার্ট।
জেমস এর আগে আঞ্চলিক ভাষা বা চাটগাঁইয়া ভাষার মুড়ির টিন’ দিয়ে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সিজন শুরু হয়। প্রথম গানটিই দর্শকের কাছে বেশ সাড়া ফেলে। এতে অংশ নেন দেশের তিন প্রতিভাবান তরুণ শিল্পী রিয়াদ হাসান, তৌফিক আহমেদ এবং পল্লব। এটি কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ১ কোটি ৬০ লাখ মানুষ দেখেছে। এরপর একে একে বনবিবি, নাহুবো, দাঁড়ালে দুয়ারে, দেওরা, নদীর কূলসহ দ্বিতীয় মৌসুমে ১২টি গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। যার বেশিরভাগই হয়েছে তুমুল সমাদৃত।
তৃতীয় আসরের প্রস্তুতি নিচ্ছে কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ। শীগ্রই এর কাজ শুরু হবে। তার আগে হবে দ্বিতীয় সিজনের শিল্পীদের নিয়ে কনসার্টটি। কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া কোকাকোলার ৬০০ মিলি ও ১.২৫ লিটার বোতলের লেবেল খুলেও পাওয়া যাবে কনসার্টের টিকিট।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।