‘আমি নায়ক ফেরদৌস, এরপর অন্য পরিচয়’
শাকিল খান | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ১৬:৫৩
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত নায়ক ফেরদৌস।
ফেরদৌস বলেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। তার প্রতি অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ আমার মা-বাবা, স্ত্রী-সন্তান, বন্ধু, সহশিল্পী, মিডিয়াকর্মীদের। তারা সারা জীবন আমাকে উৎসাহ দিয়েছেন। এতদিন সবাই একজন অভিনেতা হিসেবে আমাকে দেখেছে। মানুষের সেবা করতেই নতুন জীবনে পা রেখেছি। আমার বিশ্বাস, এবারও সবাই আমাকে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন।’
এই অভিনেতা আরও বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি- আমি নায়ক ফেরদৌস, এরপর অন্য পরিচয়। চলচ্চিত্র পরিবারই আমার সবচেয়ে আপন। দেশের মানুষজন আমাকে চেনে এই চলচ্চিত্রের জন্যই। তাই এই শিল্পে যখন যে কাজে আমাকে প্রয়োজন হবে, আমি আছি ও থাকব।’
বিষয়: ফেরদৌস ওবায়দুল কাদের newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।