বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ক্যান্সার জয়ী ক্ষুদে ভক্তের সাথে দেখা করলেন বলিউড ভাইজান

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৪, ১৪:১৩

ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান, যতো বড় অভিনেতা তার চেয়েও বড় তার মন। কথা দিয়েছিলেন আবারো দেখা হবে, সেই কথা রাখলেন সালমান। দেখা করলেন তার ক্যান্সার জয়ী ভক্তের সাথে।

দীর্ঘ ছয় বছর, ক্যান্সারের সাথে লড়েছেন সালমানের ক্ষুদেভক্ত জগনবীর। ৯ বছর বয়সেই ৯ বার কেমোথেরাপি নিয়ে ক্যান্সারকে পরাজিত করেছে এই ভক্ত। এর আগে ২০১৮ সালে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে জগনবীরের সঙ্গে দেখা করেন বলিউড ভাইজান। তখন জগনবীরের বয়স ছিল মাত্র ৪ বছর।

ভাইজানের দেওয়া সেই প্রতিশ্রুতিই হয়তো ছিল জগনবীরের জীবনযুদ্ধে ক্যান্সারকে হার মানানোর অনুপ্রেরণা।

জগনবীরের মা সুখবীর কৌর জানান, জগনবীরের বাবা পুষ্পিন্দরকে সাথে নিয়ে মুম্বাই আসেন ছেলের চিকিৎসা করাতে। কিন্তু জগনবীর সবসময় ভাবত, সে হয়তো সালমান খানের সঙ্গে দেখা করতেই আসছে মুম্বাইয়ে।

এরপর সে হাসপাতালে ভর্তি হলে, একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল, যেখানে সে সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। আর সেই ভিডিও পৌঁছেও গিয়েছিল অভিনেতার কাছে। তখন সালমান নিজে এসে দেখা করেন জগনবীরের সঙ্গে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top