সন্তান আগমনের পর প্রকাশ্যে বিরুষ্কা
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ০০:৪০
মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ১১ জানুয়ারি আনুশকা শর্মা ও বিরাট কোহলি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানান, কন্যাসন্তানকে জন্ম দেন আনুশকা। সেই থেকে বি-টাউনের ভক্তরা এ দম্পতি ও তাঁদের সন্তানকে দেখার জন্য অস্তির ছিলেন। অবশেষে প্রথম প্রকাশ্যে এলেন তাঁরা।
বিরাট ও আনুশকা ভারতের অন্যতম বড় তারকা দম্পতি। তাঁদের জনপ্রিয়তা এতই যে, ২০২০ সালের আগস্টে যখন এ দম্পতি সন্তান আগমনের বার্তা টুইটে জানিয়েছিলেন, সেটি ওই বছরের সবচেয়ে লাইক পাওয়া টুইট হয়েছিল।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছিল, সন্তান আগমনের পর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে হাসপাতালে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এমনকি ঘনিষ্ঠ স্বজনদেরও হাসপাতালে প্রবেশ করতে দেননি এ তারকা যুগল। তাঁরা সিদ্ধান্ত নেন, হাসপাতালে কোনো প্রকার ফুল বা উপহার গ্রহণ করবেন না। তাঁদের নিরাপত্তাব্যবস্থা এতই কঠোর ছিল, পাশের রুমের কেউ পর্যন্ত পরিদর্শন করতে পারেনি। এমনকি হাসপাতালের অন্য কর্মীদেরও আনুশকার রুমে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সন্তান আগমনের পর প্রথম জনসম্মুখে আনুশকা ও বিরাট দুজনেই ছিলেন ফ্যাশনিস্তা। আনুশকা পরেছিলেন ফুল ডেনিম ও সাদা জুতা আর বিরাট ছিলেন কালো পোশাকে ও সাদা জুতায়। দুজনের মুখেই মাস্ক ছিল।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আনুশকা বলেছিলেন, সন্তান প্রসবের চার মাস পর কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর থেকে বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আনুশকা শর্মা। এটি ছিল ওই বছরে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় আনুশকার সঙ্গে কোহলির ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। পরে একবার দুজনের ছাড়াছাড়ি হয়েছিল বলে শোনা গিয়েছিল। এরপর আবার দুজন একত্র হন, যা বিয়ে পর্যন্ত গড়ায়। এখন তাঁরা এক কন্যাসন্তানের গর্বিত মা-বাবা ।
এনএফ৭১/ফামি/২০২১
বিষয়: বিরাট-আনুশকা দম্পতি আনুশকা শর্মা বিরাট কোহলি বিরুষ্কা ফ্যান পেইজ মুম্বাই ব্রিচ ক্যান্ডি হাসপাতাল Virushka Fan Page newsflash71 Virat Kohli Mumbai Brich Candy Hospital
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।