প্রযোজক থেকে এখন পরিচালক
পর পর তিন সিনেমা নিয়ে আসছেন ইকবাল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ০০:৫৩
ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল। একাধিক ব্যবসা সফল সিনেমা প্রযোজনা করেছেন । এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইকবাল। জমকালো আয়োজনে তিনটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন।
‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’ সিনেমা তিনটি পরিচালনা করবেন ইকবাল। আর তিনটি সিনেমাতেই নায়ক হিসেবে থাকছেন জিয়াউল রোশান। সম্প্রতি এফডিসির জহির রায়হান মিলনায়তনে মহরত অনুষ্ঠিত হয়েছে সিনেমাগুলোর।
প্রযোজক থেকে পরিচালক হওয়া প্রসঙ্গে ইকবাল বলেন, পরিচালনায় আসার ইচ্ছা আগে থেকেই ছিল। এতোদিন ধরে নিজেকে প্রস্তুত করেছি। তিনটি সিনেমার গল্প আমার নিজের। এগুলো নিয়ে আমার অনেক স্বপ্ন। চ্যালেঞ্জ নিয়ে কাজ করব।
তিনটি সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে রোশান বলেন, ইকবাল ভাই ছবিগুলোর গল্প শুনিয়ে বলেন, রোশান তিনটি ছবিতেই আমি নায়ক হিসেবে তোমাকেই চাই। আমি কৃতজ্ঞ, তার মত একজন প্রযোজক তার প্রথম পরিচালনায় আমাকে ভেবেছেন। তিনটি ছবির গল্পই বেশ সুন্দর। এর মধ্যে ‘ফাইটার’ অ্যাকশনধর্মী আর ‘গুলশানের চামেলী’র গল্প তো অসাধারণ। এ ধরনের গল্প সচরাচর দেখা যায় না।
মের্সাস জে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে ‘ফাইটার’, অনুরাগ ট্রেডার্সের ব্যানারে ‘রিভেঞ্জ’ আর সুনান মুভিজের ব্যানারে নির্মিত হবে ‘গুলশানের চামেলী’। আপাতত ‘ফাইটার’ সিনেমাটি করবেন শিরিন শিলা। আর বাকি দুটির নায়িকা কলকাতা থেকে আনা হবে।
এনএফ৭১/ফামি/২০২১
বিষয়: রোশন চিত্র নায়ক রোশন জিয়াউল রোশান প্রযোজক ইকবাল নতুন পরিচালক ইকবাল জাজ মাল্টিমিডিয়া Ziaul Roshan Hero Roshan JAJ Multimedia Jazz Multimedia
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।