পর্দা উঠছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের

রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ মে ২০২৪, ১৬:৪০

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র দুনিয়ার সব থেকে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা)। ৭৭তম এ আসর বসছে ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। কান চলচ্চিত্র উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। বিনোদন দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব এটি। ১৯৩৯ সালে শুরু হয় সিনেমার অলিম্পিক হিসেবে খ্যাত কান উৎসব, যা সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব। 

ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জমকালো আয়োজনে বসবে এই আসর। এ উপলক্ষে কান শহরে জড়ো হচ্ছেন বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকারা। এরই মধ্যে দক্ষিণ ফ্রান্সের কান শহরের সমুদ্রতীরের ৬ কিলোমিটারজুড়ে পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে। সিনেমাপ্রেমীদের মনে উৎসব লেগেছে।

সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার কথা। মুম্বাইয়ের একজন নার্সের জীবনযাপন তুলে ধরা হয়েছে এই এখানে।

‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ সিনেমাটিও কান-এ দেখানোর জন্য মনোনীত হয়েছে। ১৬ মিনিটের এই ছোটগল্পে দেখানো হয়েছে এক বয়স্ক নারীর জীবনের কথা। 

এবার আসবেন দুবারের অস্কার বিজয়ী এমা স্টোন। তিনি ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবিটি নিয়ে কান উৎসবে হাজির হবেন। তার এই ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়ছে। অতিথির তালিকায় থাকছেন কেট ব্ল্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত জর্জ লুকাসসহ তারকারা। প্রতি বছর ভারতীয় তারকারা কান উৎসবে হাজির হয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। 

জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়ালের শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাঁটবেন। ঐশ্বরিয়া রাই কানে নিয়মিত হলেও, অদিতি গত দুই বছর ধরে এই উৎসবে আসছেন।

কান উৎসব যেন প্রতিবাদের মঞ্চ। ধারণা করা হচ্ছে এ বছর ইউক্রেন-রাশিয়া ও গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং মি টু আন্দোলন নিয়ে সরগরম থাকবে উৎসবস্থল। ৭৭তম আসরটি উদ্বোধন করবেন তিনবার অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। এই আয়োজনে তাকে দেওয়া হবে সম্মানসূচক স্বর্ণপাম। ২০১৫ সাল থেকে কান উৎসবে দেওয়া হচ্ছে সম্মানসূচক স্বর্ণপাম। এবারের আসরে এটি পাবেন কিংবদন্তি আমেরিকান পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ লুকাস। উৎসবের সমাপনী আয়োজনে তার হাতে তুলে দেওয়া হবে এই সম্মান।

কুরোসাওয়ার ছবির দৃশ্য নিয়ে কানের পোস্টার

জাপানের প্রয়াত কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়ার ‘র্যা পসোডি ইন অগাস্ট’ সিনেমার একটি দৃশ্য নিয়ে এবারের আসরের অফিসিয়াল পোস্টার করা হয়েছে।যেখানে দেখা যায় খোলা আকাশের নিচে পাশাপাশি বসে আছেন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। তাদের ওপর ঠিকরে পড়েছে চাঁদের আলো। সামনে বিস্তৃত আকাশ, পাহাড় ও সবুজ বন। ছবিতে ফুটে উঠেছে কাব্যিক সৌন্দর্য, সম্মোহনী জাদু ও চলচ্চিত্রের দৃশ্যমান সরলতা।

পোস্টার প্রসঙ্গে উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘পোস্টারটি আমাদের একত্র থাকা ও সবকিছুর মধ্যে সম্প্রীতির গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। চলচ্চিত্র হলো অভিব্যক্তি ও ভাগাভাগির সর্বজনীন অভয়ারণ্য। এটি এমন একটি মঞ্চ যেখানে আমাদের মানবতা ও স্বাধীনতা বিরচিত থাকে।’ 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top