সৌদি আরবে নারীদের দুঃসাহসিক সুইমশ্যুট ফ্যাশন শো
রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১৩:৪০
সৌদি আরবে প্রথমবারের মতো সুইম স্যুট (সাঁতারের পোশাকের) ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। যে দেশে এক দশকেরও কম আগে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিলো, সেখানে এ রকম পদক্ষেপ অনেকের কাছে অবাক করার মতো। শুক্রবার (১৭ মে) এই ঐতিহাসিক ফ্যাশন শোটির আয়োজন করা হয় দেশটিতে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে উদ্বোধনী রেড সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় সুইম স্যুট ফ্যাশন শো।
সৌদি আরবে নারীদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। যা মেনে না চললে রয়েছে নানান ধরনের শাস্তির ব্যবস্থাও। সেই দেশের বিধিনিষেধের বেড়াজাল টোপকে সাঁতারের পোশাকে এই প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিষয়: সৌদি আরব সুইমশ্যুট ফ্যাশন শো
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।