বস্তিতে বেড়ে উঠেছেন, এখন আড়াই শ কোটি টাকার মালিক এই তারকা
রায়হান রাজীব | প্রকাশিত: ২ জুন ২০২৪, ১৫:০৬
আজকের পরিবেশনা বলিউডের এক সুপারস্টারকে ঘিরে। শৈশব কেটেছে মুম্বাইয়ের এক বস্তিতে। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় আড়াই শ কোটি টাকার মালিক তিনি। পরিবারে অভাব অনটনের কারণে পড়াশুনা শেষ করতে পারেননি জ্যাকি শ্রফ। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জগ্গু দাদা নামে পরিচিত হন এই অভিনেতা। বিখ্যাত হওয়ার পরও শৈশবে বস্তিতে কাটানো সেই স্মৃতি ভুলতে পারেননি তিনি।
টাকার জন্য তিনি কখনও হোটেলে কাজ করতেন। আবার কখনও থিয়েটারের বাইরে বাদাম বিক্রি করতেন। এমনকি টাকার জন্য দেয়ালে দেয়ালে পোস্টারও লাগাতেন।
টাকার জন্য তিনি যে কাজ পেতেন, তাই করতেন। একদিন তিনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন, তারপর এক ব্যক্তির সঙ্গে তার মারামারি হয়। জ্যাকি শ্রফের লম্বা শরীর এবং আকর্ষণীয় চেহারা দেখে সেই ব্যক্তি তাকে মডেলিংয়ের প্রস্তাব দেন।
জগ্গু তাকে জিজ্ঞেস করেন বিনিময়ে টাকা পাবেন কিনা। সেখান থেকেই তার ভাগ্যের পরিবর্তন ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি ভারতীয় ইন্ডাস্ট্রির সুপারস্টার হয়ে ওঠেন।
এত সাফল্যের পরও জ্যাকি শ্রফ তার শিকড় ভোলেননি, খুব কাছ থেকে দেখেছেন দারিদ্র্য কাকে বলে। এ কারণেই তিনি সবসময় গরিবদের পাশে দাঁড়ান। বলিউডে তারকা খ্যাতি পেয়েও জ্যাকি সব সময় মাটিতে পা রেখে চলেন। তাঁর বড় হয়ে ওঠা যে বস্তিতে। আজও তিনি নিয়ম করে যান সেই বস্তিতে।
কীভাবে নিজের শিকড়কে ধরে রেখেছেন, তা নিয়ে এই বলিউড তারকা বলেন, ‘অনেক বড় বড় মানুষকে আমি কাছ থেকে দেখেছি। তাঁদের উচ্চতার কাছে আমি কিছুই নই। আমি চুনোপুঁটি। বিনোদ খান্না, শশী কাপুর —তাঁরা যত বড় তারকা, তার চেয়েও মানুষ হিসেবে তাঁরা অনেক বড়। তাঁদের থেকে শিখেছি অসাধারণ হয়েও কীভাবে সাধারণ হওয়া যায়।’
মুম্বাইয়ের তিন বাট্টি বালেশ্বর এলাকার যে বস্তিতে জ্যাকি শ্রফ শৈশব কাটিয়েছেন, সেখানকার প্রায় প্রতিটি ভিক্ষুকের কাছেই তার ব্যক্তিগত নাম্বার রয়েছে। তারা যেকোনো প্রয়োজনে অভিনেতাকে ফোন করলেই তাদের সাহায্যে এগিয়ে যান জগ্গু দাদা।
শুধু তাই নয়, মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তার নামে গরিবদের জন্য একটি আলাদা অ্যাকাউন্ট চালানো হয়। তার অর্থ থেকে ১০০টিরও বেশি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জ্যাকি শ্রফের প্রথম ছবি ‘হিরো সুপারহিট হয়েছিল। কিন্তু এর পরেও তিনি প্রায় ৫-৬ বছর বস্তিতে থেকেছেন এবং সকালে বাথরুমের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকতেন।
জ্যাকি শ্রফ আজ প্রায় ২১২ কোটি টাকার সম্পদের মালিক। মুম্বাইয়ে তার অনেক বাড়ি আছে। অভিনেতার বিএমডব্লিউসহ অনেক বিলাসবহুল গাড়িও রয়েছে।
জ্যাকির ছেলে টাইগার শ্রফও মাটিতে পা রেখে চলেন। এই শিক্ষা কি টাইগার বাবার থেকে পেয়েছেন, এর জবাবে জ্যাকি বলেন, ‘আমি আমার মায়ের থেকে জীবনের সব মূল্যবান শিক্ষা পেয়েছি। টাইগারও ওর মা আয়েশার থেকে শিক্ষা, সংস্কার, আচার শিখেছে। আসলে আমার ধারেকাছে আয়েশা সন্তানদের খুব একটা ঘেঁষতে দিত না। কারণ, আমি খুব গালিগালাজ করি। আজও মুম্বাইয়ের টাপোরি (কথ্য) ভাষায় কথা বলি। তাই আমার থেকে ছেলেমেয়েকে দূরেই রাখত আয়েশা।
বিষয়: বস্তি আড়াই শ কোটি টাকা মালিক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।