• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ইতিহাস গড়বে শাকিবের 'তুফান'

সুজন হাসান | প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১২:২৬

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা। সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহ নিয়ে আছেন সিনেমাটি দেখার জন্য। এরমধ্যেই বুধবার (১২ জুন) সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ‘তুফান’ সিনেমার তারকারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী এবং পরিচালক রায়হান রাফী। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল ও ডিজিটাল পার্টনার চরকির সিইও রেদওয়ান রনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমাটি তৈরির নানা অজানা কথা। শিল্পীরা তাদের অভিজ্ঞতার গল্প শোনান সবাইকে। সেই সঙ্গে প্রকাশ করা হয় তুফানের মুক্তির তারিখসহ আরো অনেক কিছু। ‘তুফান’ ইতিহাস গড়বে বলে আশাবাদী অভিনেতা শাকিব খান।

শাকিব খান বলে, দর্শক এভাবেই আমাদের পাশে থাকলে তুফান ইতিহাস গড়বে। আমি সবসময় বলেছি, বাংলাদেশের সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে ৩০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে, তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে।

পরিচালক রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব ছাড়াও আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তীসহ অনেকেই।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top