শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কর্ণাটকের অভিনেত্রী জয়শ্রী রামাইয়ার মরদেহ উদ্ধার

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ১৯:৪৬

কর্ণাটক অভিনেত্রী জয়শ্রী রামাইয়া

নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে কর্ণাটক অভিনেত্রী জয়শ্রী রামাইয়ার। সোমবার (২৫ জানুয়ারি) বেঙ্গালুরুর মগাধি রোডের প্রগতি লেআউট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, বেশ অবসাদগ্রস্ত ছিলেন জয়শ্রী। রোববার (২৪ জানুয়ারি) রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তার মৃত্যুতে নড়েচড়ে উঠেছে কর্ণাটক ফিল্ম ইন্ডাস্ট্রি।

বেঙ্গালুরু পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানায়, মগাধি রোডের প্রগতি লেআউটে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর দেহ। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জয়শ্রী'র আত্মহত্যার ঘটনায় অস্বাভাবিক মৃত্যু হিসেবে মামলা দায়ের করেছে তদন্তকারী পুলিশ।

এর আগেও আত্মহত্যা চেষ্টা করেছিলেন কর্ণাটকের এ উদীয়মান অভিনেত্রী। মানসিক অবসাদ নিয়ে মুখও খুলেছিলেন জয়শ্রী। ‌এরপর  থেকে আলোচনায় এ অভিনেত্রী। এর আগে, গত বছর ২২ জুলাই ফেসবুকে জয়শ্রী লেখেন, ‘আই কুইট… বিদায় জানালাম এই পৃথিবীকে আর ডিপ্রেশনকে’।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top