গডজিলা ভার্সেস কংয়ের ট্রেইলারের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ২০:১৯

সবার প্রিয় গডজিলা অন্যদিকে তুমুল জনপ্রিয় কিং কং। এই দুই চরিত্র বিভিন্ন সময়ে কাঁপিয়েছে পর্দা। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক হতে যাচ্ছে এই দুই চরিত্র। ২০১৫ সালে লেজেন্ডারি আর ওয়ার্নার ব্রাদার্স জানিয়ে ছিলেন তাদের হাত এক হতে চলার কথা।

এরপর অপেক্ষায় পার হয়ে গেছে ৬ বছর। এবার সেই কথা রাখলেন তারা। একসঙ্গে এই দুই চরিত্র নিয়ে পর্দায় হাজির হলেন দুই প্রযোজনা সংস্থা। রোববার ওয়ার্নার ব্রাদার্স পিকচারের অফিসিয়াল চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে গডজিলা ভার্সেস কংয়ের ট্রেলার। ট্রেলারটি দেখে এরই মধ্যে উচ্ছ্বসিত দর্শকরা। 

তবে সাধারণত উত্তেজনা ধরে রাখার জন্য ট্রেইলারের আগে টিজার দেওয়া হয়ে থাকে, যা না করেই সরাসরি ট্রেইলার নিয়েই হাজির হয়েছেন ওয়ার্নার ব্রাদার্স। তবে কেন সেটারও ব্যাখা দিয়েছে এ প্রযোজনা সংস্থা। প্রথমে যখন ২০১৫ সালে এ ছবি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল, তখন ঠিক ছিল যে ২০২০ সালের ২৯ মে নাগাদ সারা বিশ্বের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাবে গডজিলা ভার্সেস কং।

এরপর করোনাকালীন পরিস্থির জন্য পরিকল্পনা বাতিল করেই দিতে হয় তাদের। কর্তৃপক্ষ প্রেক্ষাগৃহেই ছবিটা নিয়ে আসতে চেয়েছিলেন, ফলে সংক্রমণের পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছিল। সেই জন্যই আর টিজার রিলিজ করে দর্শকদের অপেক্ষা করাতে চাইছেন না তারা। তাই সরাসরি ট্রেইলারই প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স।

ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে, এই দুই চরিত্রের সংঘাতই হতে চলেছে চিত্রনাট্যের মূল বিষয়! তবে মানুষকে তো আর বাদ দেওয়া যায় না। তাই ছবির কাহিনির সারসংক্ষেপ বলছে যে, এবারে মানুষের এক চক্রান্তের শিকার হতে চলেছে অসীম শক্তিধর এ দুই প্রাণী। যার পরিণামে তাদের দু'জনেরই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার রয়েছে আশঙ্কা  !

জানা গেছে, অ্যাডাম উইনগার্ড পরিচালিত ট্রেলারটি ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে এ বছরের ২৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। তবে এবার দেখার পালা কিং কং আর গডজিলা দু'জনেই নিশ্চিহ্ন হয়ে যাবে না কি টিকে থাকবে কোনো একজন!

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top