নতুন বাংলাদেশে আসতে চান দাউদ কিম

মেহেদী হাসান | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৪, ১৭:২৩

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে শুরু থেকেই সংহতি জানিয়ে আসছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দাউদ কিম। কোটা সংস্কার আন্দোলনের প্রতি তার সমর্থন জানিয়ে করা পোস্টগুলো বাংলাদেশের ভক্তদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

সম্প্রতি বাংলাদেশে আসার আগ্রহ নিয়ে তার একটি পোস্ট বাংলাদেশী ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পোস্টটিতে তিনি উল্লেখ করেছেন, "I want to go New Bangladesh soon."

অনেকে তার পোস্টে মন্তব্য করেছেন এবং তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার কিম জায় হান ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। ইসলাম ধর্মকে কাছ থেকে দেখে ও বুঝে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নতুন নাম গ্রহণ করে হন দাউদ কিম। দক্ষিণ কোরিয়ার শেওনানে জন্মগ্রহণ করা ২৮ বছর বয়সী এই কোরিয়ান আগেও বাংলাদেশেও এসেছিলেন।

এখন ভক্তদের অপেক্ষা দাউদ কিম কবে আসবেন বাংলাদেশ ভ্রমনে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top