বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

নেশাখোরদের সঙ্গে থেকে প্রচুর গালি শিখেছেন পরীমনি

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১৩:২৯

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তার বিয়ে থেকে শুরু করে বিচ্ছেদ এসব কারোই অজানা নয়। একবার তো জেলের ঘানিও টেনেছেন এই নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই জেলজীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

পরী মণির কাছে জানতে চাওয়া হয় জেলজীবনে কী শিখেছেন? জবাবে নায়িকা বলেন, আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।

জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে এই পরী আরও বলেন, জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।

বর্তমানে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরী। শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ রঙিলা কিতাব। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। আগামী ৮ই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে  রঙিলা কিতাব। রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে রঙিলা কিতাব এর ট্রেলার লঞ্চ করা হয় গতকাল সন্ধ্যায়। এখন সিরিজটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই চিত্রনায়িকা ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top