মারা গেছেন সংগীতগুরু সঞ্জীব দে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ২০:১৪
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সংগীতগুরু সঞ্জীব দে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংগীত পরিচালক ফরিদ আহমেদ সংবাদমাধ্যমকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, সঞ্জীব দে তার নয়াটোলার বাসায় অসুস্থ হয়ে পড়েন। তারপর রাত ১১টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
প্রসঙ্গত, সংগীতশিল্পী শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নীর মতো অসংখ্য শিল্পী তার কাছ থেকে গানের তালিম নিয়েছেন। দেশের সফল ও জনপ্রিয় সংগীতগুরু হিসেবে সঞ্জীব দে’কে মূল্যায়ন করা হয়।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: সংগীতগুরু সঞ্জীব দে আনোয়ার খান মর্ডান হাসপাতাল মারা গেছেন সংগীতশিল্পী শাকিলা জাফর আলম আরা মিনু বাপ্পা মজুমদার আঁখি আলমগীর দিনাত জাহান মুন্নী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।