নতুন বছরে এক ফ্রেমে হৃতিক-সালমান

Nasir Uddin | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩

এক ফ্রেমে হৃতিক-সালমান

এবার একফ্রেমে দেখা যাবে ভাইজান সালমন খান ও হৃতিক রোশনকে। বছরের শেষে এমনই সুখবর পাওয়া গেল। তবে বড় পর্দা নয় ভারতের শীর্ষস্থানীয় একটি সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনে। বলিউডের সূত্রের খবর, পরিচালনায় আলি আব্বাস জাফর। ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। এবার সালমান-হৃতিক রোশন নিয়ে নতুন প্রজেক্টে হাত দিয়েছেন এই নির্মাতা।

এই বিজ্ঞাপনের বাজেট নাকি টেক্কা দিতে পারে বলিউডের বড় বাজেটের ছবিকেও। জানা গেছে, হৃতিক ও সালমানকে নিয়ে একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বাইয়েই শুট হবে এই বিজ্ঞাপনের।

সালমান খান বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘সিকান্দার’-এর শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই, কড়া নিরাপত্তার মোড়কে শুটিং সারছেন বলিউডের ভাইজান। অন্যদিকে আপাতত কোনো সিনেমা করছেন না হৃতিক।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি।

উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top