দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

Nasir Uddin | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৫, ১৩:৫০

বিয়ে করলেন আরমান মালিক

বলিউডের জনপ্রিয় গায়ক, গীতিকার, সংগীত পরিচালক ও অভিনেতা আরমান মালিক নববর্ষে ভক্তদের সুখবর দিয়েছেন। তার দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফকে বিয়ে করেছেন। তাদের বিয়ের অনুষ্ঠানটি খোলা বাগানে অনুষ্ঠিত হয়েছে। নবদম্পতি তাদের বিয়ের বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

২০২৩-এর অগস্ট মাসে বাগ্‌দান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগ্‌দানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারা বজায় থাকল। দিনের আলোয় পালিত হলো বিবাহ অনুষ্ঠান।

ছবিতেই দেখা গেছে, এক চিলতে রোদের আলো ও ফুলের পাঁপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তারা।

সাবেকী সাজে বর-কণে সেজেছিলেন আরমান-আশনা। গায়কের পরনে ছিল পিচ রঙের শেরওয়ানি এবং আশনা পরেছিলেন কমলা রঙের লেহঙ্গা ও মানানসই পান্নাখচিত গয়না। বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠজনেরা।

আরমানের শোয়ার করা বিয়ের পোস্ট ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন। এক অনুরাগী মন্তব্য করে লিখেছেন, ‘কি ব্যাপার, মন জয় করে নিয়েছেন’। অন্য একজন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বিয়ের জন্য শুভকামনা’। এছাড়া অনেকেই তাদের জুটির প্রশংসা করেছেন। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামানা জানিয়েছেন।

অন্দরমহল থেকে জানা যায়, ২০১৭ সালে সম্পর্কে জড়ানোর কিছু দিন পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১৯ সালে আবার সম্পর্কে জড়ান তাঁরা। বলা প্রয়োজন, ২০২৩-এর আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। সেসময়ও খুশিতে ঝলমল করা কিছু ছবি পোস্ট করে আরমান লিখেছিলেন, ‘সারাজীবন একসাথে থাকার জার্নি শুরু হলো এখন থেকে।’

১৯৯৩ সালের অগস্ট মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম আশনার। শৈশবে আশনার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকে মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। ২০১৬ সালে ইউটিউবে আশনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। রাতারাতি জনপ্রিয় হয়ে যান আশনা। জনপ্রিয় প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

২০০৫ সালে জিটিভি’র রিয়্যালটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পান আরমান মালিক। এরপর তিনি ১০ বছর ভারতীয় শাস্ত্রীয় সংগীত নিয়ে পড়াশোনা করেন। আরমান মালিকের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে ‘যাবতাক’, ‘বোল দো না জারা’, ‘বম বম বোলে’, ‘বেসবরিয়া’, ‘সব তেরা’, ‘তুমহে আপনা বানা লেনা’।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top