শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সুস্থ হয়ে উঠছেন সংগীতশিল্পী সাব্বির নাসির

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২১, ০১:৩৬

সংগীতশিল্পী সাব্বির নাসির

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গত ১৭ জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

তারপর ১৮ জানুয়ারি তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।

জানা গেছে, বর্তমানে সাব্বির নাসিরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দিন দিন সুস্থ হয়ে উঠছেন তিনি, জানালেন ড. নাহিদের তত্বাবধানে থাকা ইউনিটের প্রধান নার্স স্বরসতি।

নার্স স্বরসতি বলেন, রবিবার (৩১ জানুয়ারি) অক্সিজেন লাগছে না। উনার শারীরিক অবস্থা অনেকটা উন্নতির পথে। তবে উনার ডায়াবেটিস ও হাইপার টেনশন রয়েছে।’

এদিকে সংগীতশিল্পী সাব্বির নাসিরকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করছেন কনসালটেন্ট ডাক্তার মুহাম্মদ মর্তুজা খায়ের, কভিড ইউনিটের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া এবং ডাক্তার শৈবাল।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top