তনির স্বামী শাহাদাৎ হোসাইনের জানাজা সম্পন্ন

Nasir Uddin | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৫, ১৭:২৪

ফাইল ছবি

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইনের নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদে) বাদ আছর তারা জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাজায় শরীক হয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন সর্বস্তরের মানুষ।

তার পরিবার জানিয়েছে, জানাজা শেষে মরহুমকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে ব্যাংকক সময় গতকাল বুধবার রাত ৩.০৩ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির স্বামী শাহাদাৎ হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে রোবাইয়াত ফাতিমা তনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আবেগঘন এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে।’

প্রসঙ্গত, শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী ছিল। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।

যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। যেসবের জবাবও দিয়েছেন তিনি। বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী তনি। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top