বৃহঃস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

সিনেমার গানে কণ্ঠ দিলেন মোশাররফ, কথা-সুরও নিজের

Nasir Uddin | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৫, ১৭:৩৬

ফাইল ছবি

অভিনয় দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন দর্শকনন্দিত অভিনেতা মোশাররফ করিম। তবে তিনি ভালো গানও করেন। এতদিন ভক্তরা তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। এবার অভিনেতার কণ্ঠে গানও শুনবেন তারা। সেটিও আবার নিজের অভিনীত সিনেমায়। গানের শিরোনাম ‘ভালো লাগে না’। মোশাররফ অভিনীত আসন্ন ‘বিলডাকিনি’ সিনেমায় থাকবে গানটি। সম্প্রতি প্রকাশ হয়েছে গানটি।

ফজলুল কবীর তুহিন পরিচালিত সিনেমার গানের কথা ও সুর করেছেন মোশাররফ নিজেই। কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, এটি আসলে সিনেমার জন্যই লিখেছিলাম এমন নয়। অনেক আগে থেকেই এ গানটি গাওয়া হতো। নিজের মতো করেই লিখে সুর করেছিলাম। নির্মাতা জানালেন সিনেমায় গানটি ব্যবহার করতে চান এবং আমার কণ্ঠেই রেকর্ড করতে চান। এরপর না করিনি। গেয়ে ফেললাম।

গত ১১ই জানুয়ারি ‘বিলডাকিনি’ ছবির প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম। এদিন চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে নির্মাতা ও কলাকুশলীরা যান এমন একটি স্থানে যেখানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছিল। অর্থাৎ শুটিং স্পটে দাঁড়িয়েই পোস্টার উন্মোচন করেন সকলে-ঘোষণা করলেন মুক্তিযাত্রা।

পোস্টারে চলচ্চিটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা মোশারররফ করিমের পাশাপাশি দেখা গেছে পার্নো মিত্রকে। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় সিনেমাটির কাহিনি। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রম ধর্মী কাহিনী অবলম্বনে এটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top