আল্লাহ যদি হলিউড কপালে লেখে, হয়ে যেতে পারে
রাজীব রায়হান | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৫, ১৭:২৬
ঢাকাই সিনেমার সমালোচিত আলোচিত অভিনেতা জায়েদ খান। নিজের ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র হওয়ার আগেই দেশ ছাড়েন ঢালিউডের এই অভিনেতা। এখন তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
অনেকের মতে, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হওয়ায় এবং মামলা থাকায় দেশে ফিরছেন না জায়েদ খান। তবে অভিনেতা জানালেন, ভয় পেয়ে দেশে ফিরছেন না, কথাটা ঠিক নয়। দেশে ফিরতে তার কোনো ভয় নেই।
দেশে না ফেরার কারণ এবং অন্যান্য নানা বিষয়ে ইত্তেফাক ডিজিটালের সঙ্গে কথা বলেছেন জায়েদ খান। অভিনেতা জানান, তিনি কোনো অন্যায় করেননি। দেশে ফিরতে ভয় পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘না না, আমি ভয় পাচ্ছি না। দেশে তো আর বাবা-মা নাই, ভাই-বোন নাই।’
তিনি বলেন, ‘আমি এই জায়গায় (নিউইয়র্কে) একটা কোম্পানির সঙ্গে কাজ করতেছি। যেহেতু দেশে অনেক দিন কাজ করলাম, দেশে কাজও কম, রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, সবাই তো বিদেশে এসে কাজ করছেন। আমিও বিভিন্ন জায়গায় শো করছি। এখানে আমি বসে নেই। দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কোনো কারণ নেই। আমি তো কোনো অন্যায় করে আসিনি, কোনো অপরাধ করে আসিনি।’
জায়েদ খান আরও বলেন, ‘শিল্পীরা কখনো অন্যায়-দুর্নীতি করতে পারে না। আপনি কোনো একটা দলকে পছন্দ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শিল্পীদের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে। আপনারা দেখবেন, তাদের দ্বারা কোনো দুর্নীতি হচ্ছে কি না। আমি দেশের আইন অমান্য করেছি? আমি কারোও ক্ষতি করেছি? অবৈধভাবে টাকা ইনকাম করেছি?
আমি কষ্ট করে শৈল্পিক লাইন দিয়ে অর্থ উপার্জন করেছি, কোনো অন্যায় কাজ করিনি। অন্যায়ের কাছে মাথা নত করিনি। যদি করতাম, তাহলে শিল্পীসমিতিই আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। আমি যখন সমিতিতে ছিলাম, দুপুরের খাবারও নিজের টাকায় খেয়েছি। চার বছরে কোনো দিন সমিতির টাকায় খাইনি।’
এদিকে, সম্প্রতি অভিনেত্রী নিপুণ আক্তারকে বহিষ্কার করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতি যা করেছে, তা অনেক আগেই করা উচিত ছিল। ইন্ডাস্ট্রির মানুষের তার সঙ্গে সম্পর্কই রাখা উচিত না। একটা ইন্ডাস্ট্রির শিল্পীদের সম্মান তিনি কোথায় নিয়ে গেছেন! নায়িকারা হচ্ছেন ভালোবাসার প্রতীক, তারা মানুষের সঙ্গে সাবলীল থাকবে, ভালোভাবে থাকবে।’
বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন জায়েদ খান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কাটানো জায়েদ এবার সেখানেই যুক্ত হলেন নতুন পেশায়। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। ঠিকানার ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন তিনি, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রে আছেন। হলিউডের কোনো কাজে যুক্ত হওয়ার চেষ্টা করছেন কি?—এ বিষয়ে অভিনেতা বলেন, না ভাইয়া মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। হলিউড গেছে পুড়ে। পুরো ক্যালিফোর্নিয়া, যেখানে হলিউডের শুটিং হয়, সেখানে দাউদাউ করে আগুনের দাবানলে সব আর্টিস্টের বাড়ি পুড়ে গেছে।
তারা এখন খারাপ সময় পার করছেন। এখন তাদের এগুলো মাথায় নেই, আর আমারও ট্রাই করার সুযোগ নেই। পরিবেশ-পরিস্থিতি নরমাল হলে আর আল্লাহ যদি হলিউড কপালে লেখে— হয়ে যেতে পারে কোনো দিন। মানুষের অসাধ্য কিছু নেই, আল্লাহর ইচ্ছা।
বিষয়: জায়েদ খান হলিউড দেশে ফিরতে ভয় অপরাধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।