কত টাকায় রেকর্ড গড়লেন প্রিয়াঙ্কা চোপড়া, শুনলে চোখ কপালে উঠবে

রাজীব রায়হান | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:২৯

ছবি: সংগৃহীত

হলিউডের পর ভারতীয় সিনেমায় ফিরছেন গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা। দীর্ঘ নয় বছর পর ভারতীয় ছবিতে ফের কাজ করবেন পিসি। দিন কয়েক আগেই জানা যায়, দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। এবার জানা গেল, এ সিনেমার জন্য রেকর্ড পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

এস এস রাজামৌলির সিনেমায় কাজ করতে আপত্তি ছিল না প্রিয়াঙ্কার। তবে ঝামেলা বেঁধেছিল পারিশ্রমিকের অঙ্ক নিয়ে। শেষ পর্যন্ত রফা হয়েছে।

সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র পিংকভিলাকে জানিয়েছে, রাজামৌলির নাম ঠিক না হওয়া সিনেমার জন্য ৩০ কোটি রুপি বা ৪২ কোটি টাকা পাচ্ছেন প্রিয়াঙ্কা! রাজামৌলির অন্য কোনো সিনেমার নায়িকা আগে এত পারিশ্রমিক পাননি। হিন্দি সিনেমার নায়িকাদের যা পারিশ্রমিক হয়, এটা তারও প্রায় দ্বিগুণ। যদিও সিনেমাটিতে কারা অভিনয় করবেন, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে জানা গেছে, ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবিটি উপহার দিতে চলেছেন পরিচালক এস এস রাজামৌলি। তাঁর এই ছবিতে আছেন দক্ষিণি তারকা মহেশ বাবু। ছবির বাজেট এক হাজার কোটি রুপি! জঙ্গলে অ্যাডভেঞ্চার ঘিরে নির্মিত এ ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীরা এখন থেকেই রোমাঞ্চিত।

জানা গেছে, রাজামৌলি তাঁর ‘বাহুবলী’ ছবির মতো এ ছবিটিকেও দুটি পর্বে আনতে চলেছেন।মহেশ বাবুর এই ছবির প্রথম পর্ব ২০২৭ সালে, আর দ্বিতীয় পর্ব ২০২৯ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবির গল্প লেখার কাজ প্রায় শেষ হয়ে গেছে। শোনা যাচ্ছে চলতি বছর এপ্রিলেই রাজামৌলি এই ছবির শুটিং শুরু করবেন। প্রথম আলোর খবর 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top